E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

অবৈধভাবে ভারতে যাওয়ার সময় আটক ২৯

২০১৪ জুলাই ১৯ ১১:৫৪:২৮
অবৈধভাবে ভারতে যাওয়ার সময় আটক ২৯

যশোর প্রতিনিধি : বেনাপোল সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ২৯ জন বাংলাদেশি নারী-পুরুষ ও শিশুকে আটক করে পোর্টথানায় সোপর্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

শুক্রবার গভীর রাত ও শনিবার সকালে পোর্ট থানাধীন সীমান্ত এলাকা পুটখালীসহ কয়েকটি স্থান থেকে ২৩ ও ২৬ ব্যাটালিয়ন বিজিবির সদস্যরা পৃথক অভিযানে চালিয়ে তাদের আটক করে।
এ নিয়ে ৩দিনে ৮৪ বাংলাদেশিকে অবৈধভাবে পারাপারের সময় আটক করা হলো। আটক ২৯ জনের মধ্যে ১৪ জন নারী, ১১ জন পুরুষ ও ৪ শিশু রয়েছে। তবে রহস্যজনক কারণে পারাপারের সঙ্গে জড়িত কোনো পাচারকারী বা দালাল আটক হয়নি।
তবে আটকদের নামপরিচয় জানা সম্ভব হয়নি। তাদের বাড়ি যশোর, সাতক্ষীরা, নড়াইল, খুলনা, বাগেরহাট ও ঝিনাইদহ জেলার বিভিন্ন এলাকায় বলে জানা গেছে।
ঈদকে সামনে রেখে এই সীমান্ত পথে ভারত ও বাংলাদেশের মধ্যে অবৈধ পারাপার বেড়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বিভিন্ন প্রয়োজনে এরা সীমান্ত পথে দালালের মাধ্যমে আসা যাওয়া করছিল।
এসময় বিজিবি সদস্যরা তাদের আটক করে পুলিশে সোপর্দ করে। আটকৃতদের বিরুদ্ধে অবৈধ পারাপারের আইনে মামলা হয়েছে। দুপুরে তাদের যশোর আদালতে পাঠানো হবে জানায় পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল পোর্ট থানা পুলিশের উপ পরিদর্শক রফিকুল ইসলাম ।
(ওএস/এএস/জুলাই ১৯, ২০১৪)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test