E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

আবুল কালাম আজাদ এমপিকে আ. লীগের মনোনয়ন দেয়ার দাবি

২০১৮ নভেম্বর ২১ ১৭:৫৭:০৮
আবুল কালাম আজাদ এমপিকে আ. লীগের মনোনয়ন দেয়ার দাবি

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৪  গোবিন্দগঞ্জ আসনে বর্তমান সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদকে আওয়ামী লীগের মনোনয়ন দেয়ার দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

গোবিন্দগঞ্জ প্রেসক্লাবে বুধবার সকাল ১১ টায় উপজেলা হিন্দু বৌদ্ধ খৃস্টান ঐক্য পরিষদ ও পুজা উদযাপন পরিষদের আয়োজনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পেশ করেন উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক রিমন তালুকদার ।

রিমন তালুকদার বলেন, বিগত দিনে রাজনৈতিক অস্থিরতার মধ্যেও অধ্যক্ষ আবুল কালাম আজাদ সকল সংখ্যালঘূ সম্প্রদায়সহ গোবিন্দগঞ্জবাসীকে বুকে আগলে রেখেছেন। তার সময়ে এই উপজেলার সকল মন্দির, গীর্জা ও উপাসনালয়ের পর্যাপ্ত উন্নয়ন হয়েছে। সর্বস্তরে এই উন্নয়নকে তরাম্বিত করতে এ আসনে আবুল কালাম আজাদকে আওয়ামীলীগ থেকে মনোনয়ন দেয়ার জন্য জননেত্রী শেখ হাসিনার কাছে আকুল আবেদন জানাচ্ছি।

বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে গোবিন্দগঞ্জ উপজেলার সকল সংখ্যালঘূ সম্প্রদায়ের পক্ষ থেকে আমরা ওয়াদা করতে পারি কোন অসাংগঠনিক নেতাকে মনোনয়ন না দিয়ে অধ্যক্ষ আবুল কালাম আজাদকে আওয়ামীলীগের মনোনয়ন দিলে আমরা সকলে ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করে আসনটি উপহার দিতে পারব। এ কারণে তিনি উপজেলার সকল সংখ্যা লঘু সম্প্রদায়কে রক্ষার্থে দক্ষ

রাজনীতিবীদ জননেতা অধ্যক্ষ আবুল কালাম আজাদকে নৌকা মার্কার মনোনয়ন দেয়ার আবেদন জানান। অন্যথায় এই আসনে যদি অধ্যক্ষ আবুল কালাম আজাদ ব্যতিত অন্য কোন নেতাকে মনোনয়ন দেয়া হয় তবে সংসদীয় আসনটি হাতছাড়া হওয়ার সমুহ সম্ভাবনা রয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শৈলেন্দু মোহন রায়, সাধারণ সম্পাদক আশিষ কুমার দাশ রন্টু, সাংগঠনিক সম্পাদক মিলুলয় রায়, প্রচার সম্পাদক পলাশ বর্মন, কাটাবাড়ি সভাপতি এ্যামিলি হেমব্রম, সাধারণ সম্পাদক গৌড় পাহাড়ি ,তালুককানুপুর সভাপতি স্বজন মহন্ত, সমাজকল্যান সম্পাদক অজয় চাকী, পৌর শাখার সভাপতি শুভেন্দু মোন রায় প্রমুখ।

(এসআরডি/এসপি/নভেম্বর ২১, ২০১৮)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test