E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পটুয়াখালী-৪ : মুহুর্তে মুহুর্তে আ.লীগের প্রার্থী তালিকা প্রকাশ!

২০১৮ নভেম্বর ২২ ১৭:৪২:২২
পটুয়াখালী-৪ : মুহুর্তে মুহুর্তে আ.লীগের প্রার্থী তালিকা প্রকাশ!

মিলন কর্মকার রাজু, কলাপাড়া (পটুয়াখালী) : পটুয়াখালী-৪(কলাপাড়া-মহিপুর-রাঙ্গাবালী)আসনে বিএনপির প্রার্থী একরকম চুড়ান্ত হলেও আওয়ামী লীগের মনোনয়ন কে পাচ্ছেন এ নিয়ে চলছে কর্মী ও সমর্থকদের মধ্যে উদ্বেগ-উৎকন্ঠা। সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহুর্তে মুহুর্তে আ’লীগের প্রার্থী তালিকা প্রকাশ হচ্ছে। এতে একেক প্রার্থীর সমর্থকরা আনন্দিত হলেও অণ্য প্রার্থীদের সমর্থকদের মধ্যে নেমে আসছে হতাশা।

কলাপাড়া উপজেলা আওয়ামীলীগের একাধিক নেতাকর্মী জানান, দলীয়ভাবে ২৫ নভেম্বর চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ হবে, কেন্দ্র থেকে এ ঘোষনা দেয়া হয়েছে। কিন্তু এখন যাদের নাম প্রকাশ হচ্ছে এটাকে তারা গুজব বলছেন। পটুয়াখালী-৪ আসনে আওয়ামীলীগ থেকে ৩০ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

বিএনপি থেকে চার জন মনোনয়নপত্র সংগ্রহ করলেও কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি এবিএম মোশাররফ হোসেনের মনোনয়ন অনেকটা চুড়ান্ত বলে একাধিক সূত্রে জানা গেছে। অপর মনোনয়ন প্রত্যাশীরা হলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক মোস্তাফিজুর রহমান, সাবেক আহবায়ক ও কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক আলহাজ্জ মানরুজ্জামান মনির ও বিএনপি নেতা গাজী গোলাম সরোয়ার।

একাধিক সূত্র মতে, গত কয়েকদিন ধরে এ আসনে আওয়ামীলীগ থেকে বর্তমান সংসদ সদস্য ও সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব মাহবুবুর রহমান ও জেলা আওয়ামীলীগের সদস্য ও আলহাজ্ব জালাল উদ্দিন কলেজের অধ্যক্ষ মহিব্বুর রহমান দলীয় মনোনয়ন পেয়েছেন বলে প্রার্থীদের সমর্থকরা নিজ নিজ ফেসবুকে প্রচার চালায়। বিভিন্ন সূত্রের বরাত দিয়ে কখনও মহিব্বুর রহমান কখনও মাহবুবুর রহমান মনোনয়ন পাচ্ছেন বলে প্রচার চালাচ্ছে। এতে দ্বিধাবিভক্ত হয়ে পড়ছে সমর্থকরা। অথচ কেন্দ্র থেকে প্রার্থী তালিকা প্রকাশ হয়নি।

এ আসনে দুই-তিন ধরে আওয়ামীলীগ থেকে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে অধ্যক্ষ মহিব্বুর রহমানের নাম। এরআগে এ আসনে মাহবুবুর রহমান, আলাউদ্দিন আহমেদ ও আবদুল্লাহ আল ইসলাম লিটনের নাম বেশি আলোচিত হয়েছে।

এ ব্যাপারে অধ্যক্ষ মহিব্বুর রহমান বলেন, আগামী ২৪ তালিখ চুড়ান্ত তালিকা প্রকাশ হবে। তখনই বিস্তারিত জানা যাবে।

(এমকেআর/এসপি/নভেম্বর ২২, ২০১৮)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test