E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘আন্দোলনের নামে ধ্বংসাত্মক কর্মকাণ্ড দমন করা হবে’

২০১৪ জুলাই ১৯ ১২:৪৩:৫৭
‘আন্দোলনের নামে ধ্বংসাত্মক কর্মকাণ্ড দমন করা হবে’

কুষ্টিয়া প্রতিনিধি : তথ্যমন্ত্রী, জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। জাতির এ শ্রেষ্ঠ সন্তানদের উন্নয়নে বর্তমান সরকার বদ্ধপরিকর।

শনিবার সকাল ১১ টায় মিরপুরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হাসানুল হক ইনু আরো বলেন, মহাজোট সরকরে উন্নয়ন কর্মকাণ্ডে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া দিশেহারা হয়ে পড়েছে। তিনি বিএনপি নেত্রীর উদ্দেশে কঠোর হুশিয়ারি উচ্চারণ করে বলেন আন্দোলনের নামে ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালালে তা কঠোর হস্তে দমন করা হবে।
তিনি আরো বলেন, মহাজোট সরকার মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে, আর জিয়া-খালেদা জিয়া তাদেরকে হত্যা করে রাজাকারদের সম্মানিত করেন। খালেদা জিয়া যুদ্ধাপরাধীদের পুর্নবাসিত ও রাজনীতিতে প্রতিষ্ঠিত করেছে। গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে সাংবিধানিকভাবে ৫ জানুয়ারী নির্বাচন হয়েছে।
খালেদা জিয়া এ নির্বাচনে না এসে জামায়াত-হেফাজতের গুন্ডাদের নিয়ে চক্রান্ত করে ক্ষমতা দখলের চেষ্টা করেছিলো। তিনি আন্দোলনের নামে নাশকতা, অন্তর্ঘাত ও মানুষ হত্যার জন্য খালেদা জিয়াকে দেশবাসীর কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাদ জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান কামারুল আরেফিন, পৌর মেয়র এনামুল হক, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, সাধারণ সম্পাদক আব্দুল আলিম স্বপন, জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ আব্দুল্লাহ, জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা তৌহিদুজ্জামান, উপজেলা প্রকৌশলী তৌহিদুল হক জোয়ার্দ্দার, উপজেলা জাসদের সভাপতি মহম্মদ শরীফ, সাধারণ সম্পাদক আহাম্মদ আলী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার নজরুল করিম, সাবেক কমান্ডার আফতাব উদ্দিন খান, প্রেসক্লাবের সভাপতি মহাম্মদ আলী জোয়ার্দ্দার প্রমুখ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার এনামুল হক বিশ্বাস। উল্লেখ্য এলজিইডি’র তত্ত্বাবধানে ২ কোটি ১২ লক্ষ ৮১ হাজার ৯৫৫ টাকা ব্যয়ে এ ভবণ নির্মিত হবে।
(কেকে/এএস/জুলাই ১৯, ২০১৪)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test