E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কুষ্টিয়ার সাব-রেজিষ্ট্রার নূর হত্যায় জড়িতদের ফাঁসির দাবি

২০১৮ নভেম্বর ২৪ ১৬:০৫:৩৩
কুষ্টিয়ার সাব-রেজিষ্ট্রার নূর হত্যায় জড়িতদের ফাঁসির দাবি

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুষ্টিয়া সদর সাব-রেজিষ্ট্রার নূর মোহাম্মদ শাহ্কে(৫৫) নৃশংসভাবে হত্যায় জড়িতদের ফাঁসির দাবিতে সংবাদ সম্মেলন করেছে তার পরিবার।

২৪নভেম্বর শনিবার দুপুরে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ডাংরারহাটস্থ প্রয়াত সাব-রেজিষ্ট্রার নুরমোহাম্মদ শাহ্’র নিজস্ব বাসভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বক্তব্য উপস্থাপন করেন তার চাচা শাহ্ মো: মোস্তাফিজুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন-রাজারহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. আবুল হাসেম, উপজেলা নির্বাহী অফিসার মুহ: রাশেদুল হক প্রধান, কেন্দ্রীয় সাব রেজিষ্ট্রার এসোসিয়েশনের সভাপতি জিয়াউল হক, সাধারণ সম্পাদক কাইসার আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুনুর মো: আক্তারুজ্জামান প্রমুখ।

উল্লেখ্য, গত ৮ অক্টোবর কুষ্টিয়া শহরের বাবর আলী রোড়ের ভাড়া বাসায় হাত-পা বাঁধা অবস্থায় নুর মোহাম্মদ শাহ্ এর রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। পেশাগত কাজে প্রতিপক্ষরা সুবিধা আদায় করতে না পারায় তাকে নৃশংসভাবে ছুরিকাঘাত করে হত্যা করে। এ ঘটনায় নিহতের ছোট ভাই মো: কামরুজ্জামান শাহ্ পরদিন কুষ্টিয়া মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

(পিএমএস/এসপি/নভেম্বর ২৪, ২০১৮)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test