E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নওগাঁ-১ আসন পুনঃরুদ্ধার করতে চান বিএনপির লায়ন মাসুদ রানা

২০১৮ নভেম্বর ২৪ ১৮:১৪:২০
নওগাঁ-১ আসন পুনঃরুদ্ধার করতে চান বিএনপির লায়ন মাসুদ রানা

নওগাঁ প্রতিনিধি : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-১ (পোরশা-সাপাহার- নিয়ামতপুর) আসনটি পুণঃরুদ্ধার করতে চান বিএনপির লায়ন মোহাঃ মাসুদ রানা। তিনি এ আসনে বিএনপির  নিবেদিত প্রাণ হয়ে দীর্ঘ এক যুগ ধরে নেতা-কর্মীর সুখে-দুঃখে পাশে থেকে কাজ করছেন।

স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা ঠিক এমন কথাই বলাবলি করছেন। তারা আরো বলছেন, মাসুদ রানা দলের দুঃসময়ে এগিয়ে না এলে এ আসনে হয়তো বিএনপির কোন অস্তিত্ব থাকত না। প্রত্যেকটি গ্রামে গ্রামে গিয়ে নেতা-কর্মীদের সাহস যুগিয়েছেন। সভা সমাবেশ করে একত্রিত করেছেন। অনেকে মনোনয়ন প্রার্থী হলেও তার অবদান অস্বীকার করতে পারবে না বিএনপির নেতাকর্মীরা। সেজন্য তিন উপজেলার নেতা-কর্মী সহ সকল শ্রেনী পেশার মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন বলে তৃণমূল নেতা-কর্মীদের দাবী। তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে নওগাঁ-১ আসনে মনোনয়ন প্রত্যাশী।

সাপাহার উপজেলার বিএনপি নেতা তসলিম উদ্দীন জানান, বিভিন্ন মামলায় বিএনপির আটক নেতা-কর্মীদের জামিনসহ তাদের পরিবারকেও সহযোগীতা ও খোঁজ-খবর নিয়েছেন মাসুদ রানা। আমার জীবনে আমি এমন নেতা দেখিনি। এ আসনটি ফিরিয়ে পাওয়ার জন্য তার কোন বিকল্প নেই। আর এসব কারনে নেতা-কর্মীরাও তাকে পুরস্কার হিসেবে সাপাহার, পোরশা ও নিয়ামতপুর উপজেলা বিএনপির জনপ্রিয় নেতা হিসেবে তৃণমূলের নেতাকর্মীদের মনে স্থান দখল করেছেন। এ আসনের নেতা-কর্মীরা তার নেতৃত্বে আসনটি পূণঃরুদ্ধার করে তাকে এমপি পদটি উপহার দিতে চায় বলেও জানান তিনি। দলীয় সূত্রে জানা গেছে, এই আসনে বিএনপির দলীয় মনোনয়ন উত্তোলন করেছেন ১২ জন।

মনোনয়ন প্রত্যাশী লায়ন মোহাঃ মাসুদ রানা বলেন, মনোনয়নের বিষয়ে আমি শতভাগ আশাবাদী। ম্যাডাম খালেদা জিয়া এখন জেলে আছেন। আমাদের এ নির্বাচন হচ্ছে তাকে মুক্ত করার লড়াই। গণতন্ত্রকে মুক্ত করার লড়াই। মানুষের বাক স্বাধীনতা প্রতিষ্ঠা করার লড়াই। তবে দলের হাইকমান্ড ও ম্যাডাম যে সিদ্ধান্ত দিবেন এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারপার্সন যে সিদ্ধান্ত নিবেন সেটার বাইরে কখনও যাবনা। দু:সময়ে নেতাকর্মীদের পাশে দাঁড়িয়েছি এবং সাধ্যমতো চেষ্টা করছি তা আগামীতেও অব্যাহত রাখার।

(বিএম/এসপি/নভেম্বর ২৪, ২০১৮)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test