E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

২০১৮ নভেম্বর ২৫ ১৫:১২:০২
কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার খোকসায় চরমোনার ওরশ কাফেলার বাস খাদে পড়ে দুই যাত্রী নিহত হয়েছেন। এরা হলেন- মাহাতাব (৫০) ও আব্দুল কাদের (৬৫)। এ সময় আহত হয়েছেন আরও ২০ জন।
আজ রবিবার ভোরে উপজেলার মিজাপুর এলাকায় কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত মাহাতাবের বাড়ী নওগাঁ জেলার মুকন্দপুরে এবং আব্দুল কাদের একই জেলার দোগাছি গ্রামের বাসিন্দা।

কুষ্টিয়া ফায়ার ব্রিগেডের উপ-পরিচালক ফিরোজ কুতুবী জানান, ভোরে মিজপুর এলাকায় যাত্রীবাহি বাসটি (ঢাকা মেট্রো ব- ১৪-০৯০৬) নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এসময় মাহাতাব (৫০) নামের একজন নিহত হয়। এবং গুরুত্বর আহত অবস্থায় আব্দুল কাদের (৬৫) কে উদ্ধার করে হসপিচালে নিয়ে গিলে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. দেলোয়ার হোসাইন জানান, এখন যারা হাসপাতালে ভর্তি আছেন তাদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। এছাড়া আরো একজনকে রাজশাহী মেডিকেলে রেফার্ড করা হয়েছে।

দুর্ঘটনা কবলিত বাসের চালকের সহকারী জামিরুল ইসলাম জানান, ভোরে খোকসা বাস স্ট্যান্ড পার হওয়ার পর ড্রাইভার তরিকুল ইসলাম ঘুমিয়ে পরেন। এ সময় তিনি গাড়ির নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশের খাদে পড়ে যায়। তবে চালককে আটক করতে পারেনি পুলিশ।

অপরদিকে সকাল ১০টার দিকে কুষ্টিয়া-মেহেরপুর মহাসড়কের মিরপুর ভাঙ্গা বটতলা নামক স্থানে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মাসুম (৫০) নামের এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন।
নিহত মাসুম কুষ্টিয়া শহরতলীর পূর্ব মজমপুর এলাকার মোশাররফ হোসেনের ছেলে।

(কেকে/এসপি/নভেম্বর ২৫, ২০১৮)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test