E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কুষ্টিয়ায়-৩ হানিফ, ৪ জজ, ১ এ বাদশা হলেন নৌকার মাঝি

২০১৮ নভেম্বর ২৫ ১৬:০৭:৩৪
কুষ্টিয়ায়-৩ হানিফ, ৪ জজ, ১ এ বাদশা হলেন নৌকার মাঝি

কুষ্টিয়া প্রতিনিধি : সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কুষ্টিয়া-৩ (সদর) আসনে আওয়ামীলীগের নৌকার মনোনয়ন পেয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ। তিনি ২০১৪ সালের নির্বাচনে এই আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। 

আজ রবিবার সকাল ১০টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়ন চিঠি সংগ্রহ করেন তিনি।

অপরদিকে কুষ্টিয়া-৪ (খোকসা-কুমারখালী) আসনে আওয়ামীলীগের নৌকার মনোনয়ন পেয়েছেন প্রাক্তন সাংসদ ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক গোলাম কিবরিয়ার নাতি ছেলে সেলিম আলতাফ জজ।
কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে আওয়ামীলীগের নৌকার মনোনয়ন পেয়েছেন আওয়ামীলীগ নেতা আঃ কাঃ মঃ সরোয়ার জাহান বাদশা।

জেলা আওয়ামীলীগের সভাপতি সদর উদ্দিন খাঁন জানান, আমরা আওয়ামীলীগের নেতাকর্মীরা নৌকার বিজয় নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আশা করছি আগামী নির্বাচনে কুষ্টিয়ার নৌকার প্রার্থীরা আবারো বিপুল জনমার্থন নিয়ে জয়ী হবে।

তবে কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে আওয়ামীলীগের দলীয় প্রার্থী কে হবে তা এখনো জানা যায়নি। তবে মহাজোটের প্রার্থী রয়েছেন বলে শোনা যাচ্ছেন তথ্যমন্ত্রী ও এই আসনের বর্তমান সংসদ সদস্য হাসানুল হক ইনু।

(কেকে/এসপি/নভেম্বর ২৫, ২০১৮)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test