E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জামালপুরে ২টি আসনে দুই জন, ৩টি আসনে একজন করে প্রার্থী মনোনয়নের চিঠি হাতে পেয়েছেন

২০১৮ নভেম্বর ২৫ ১৬:২৫:৪৮
জামালপুরে ২টি আসনে দুই জন, ৩টি আসনে একজন করে প্রার্থী মনোনয়নের চিঠি হাতে পেয়েছেন

জামালপুর প্রতিনিধি : জামালপুরে ২টি আসনের প্রতি আসনে দুইজন ও ৩টি আসনে একজন করে সম্ভাব্য প্রার্থীরা মনোনয়নের চিঠি হাতে পেয়েছেন। এই নিয়ে আওয়ামীলীগের নেতাকর্মী ও ভোটারদের মধ্যে মিশ্র আলোচনা সমালোচনা চলছে। 

দুই আসনে দুইজন করে প্রার্থীকে মনোনয়নের চিঠি দেয়ায় ধোয়াশায় নির্বাচনী এলাকার আওয়ামীলীগের নেতাকর্মীরা। এদের মধ্যে কে পাবে নৌকা প্রতিক নানামুখী বিশ্লেষন চলছে নেতা, কর্মী সমর্থক ও ভোটারদের মাঝে। মনোনয়নের চিঠি বঞ্চিত সম্ভাব্য প্রার্থীদের কর্মী সমর্থকদের মাঝে হতাশা বিরাজ করছে। তবে জেলার কোথাও মনোনয়ন ঘিরে পক্ষে-বিপক্ষে প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়নি।

জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকসীগঞ্জ) আসনে মনোনয়নের চিঠি পেয়েছেন সাবেক তথ্য মন্ত্রী আবুল কালাম আজাদ এমপি ও বকসীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি নুর মোহাম্মদ, জামালপুর-৫ (সদর) আসনে সাবেক ভুমিমন্ত্রী রেজাউল করিম হীরা এমপি ও আওয়ামীলীগ নেতা শিল্পপতি ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন, জামালপুর-২ (ইসলামপুর) আসনে ফরিদুল হক খান দুলাল এমপি জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি, জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে মনোনয়ন পেয়েছেন সাবেক এমপি ডাঃ মুরাদ হাসান দলীয় মনোনয়নের চিঠি হাতে পেয়েছেন।
মনোনয়নের চিঠি পাওয়া প্রার্থীদের মধ্যে জামালপুর-৫ (সদর) আসনে সাবেক ভুমিমন্ত্রী রেজাউল করিম হীরা পর পর চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। একই আসনে অপর চিঠি পাওয়া ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন এবার নতুন মুখ। শিল্পপতি ইঞ্জিনিয়ার মোজাফফর এসএম গ্রুপের চেয়ারম্যান।

জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকসীগঞ্জ) আসনে সাবেক তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ এমপি পর পর তিন বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। একই আসনে মনোনয়নের চিঠি পাওয়া অপর প্রার্থী নুর মোহাম্মদ বিগত নবম জাতীয় নির্বাচনে দলের বিদ্রোহী প্রার্থী হিসেবে অংশ নিয়ে ভোটারদের মধ্যে সাড়া ফেলেছিলেন। জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে মনোনয়নের চিঠি পেয়েছেন মির্জা আজম।

তিনি এ আসনে পর পর ৫ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। জামালপুর-২( ইসলামপুর) আসনে ফরিদুল হক খান দুলাল পর পর ২ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। জামালপুর-(সরিষাবাড়ী) আসনে ডাঃ মুরাদ হাসান নবম সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

(জে/এসপি/নভেম্বর ২৫, ২০১৮)

পাঠকের মতামত:

২৩ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test