E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মাগুরা ১ ও ২ আসনে নৌকার টিকিট পেলেন যারা

২০১৮ নভেম্বর ২৬ ১৫:৪৬:১৩
মাগুরা ১ ও ২ আসনে নৌকার টিকিট পেলেন যারা

মাগুরা প্রতিনিধি : একাদশ সংসদ নির্বাচনে মাগুরার দুটি আসনে আওয়ামীলীগের চূড়ান্ত মনোনয়ন দেয়া  হয়েছে । রবিবার বঙ্গবন্ধু এভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয় থেকে তাদের দলের চিঠি দিয়ে নিশ্চিত করা হয় । 

মাগুরা-১ ( মাগুরা সদর-শ্রীপুর ) আসনে প্রধানমন্ত্রীর একান্ত সহকারি সচিব এ্যাড. সাইফুজ্জামান শিখর ও মাগুরা-২ ( শালিখা-মহম্মদপুর ) আসনে ড. বীরেন শিকদার কে চুড়ান্ত মনোনয়ন দেয়া হয়েছে ।

মাগুরা-১ আসন থেকে এ্যাডভোকেট সাইফ্জ্জুামান শিখর আওয়ামীলীগ দলীয় মনোনয়ন পাওয়ায় রবিবার বিকালে দলীয় নেতাকর্মী সমর্থক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সন্তোষ প্রকাশ করে মিষ্টি বিতরণ করেছে।

এ ছাড়া জেলা যুবলীগ শহরে আনন্দ র‌্যালী করেছে। কেন্দ্র থেকে সাইফুজ্জামান শিখরের মনোনয়ন নিশ্চিত হবার খবর জানার পরপরই মাগুরা শহরের চৌরঙ্গী মোড়, কলেজ রোড, নতুন বাজার, সৈয়দ আতর আলী সড়ক, ঢাকা রোড বাস স্টান্ড, মাধবপুর জগদল, শ্রীপুর উপজেলা সদর, ওয়াবদাসহ বিভিন্ন স্থানে উৎফুল্ল সমর্থকদের মিষ্টি বিতরণ করতে দেখা গেছে।

এ ছাড়া জেলা যুবলীগ শহরে আনন্দ র‌্যালী বের করে। র‌্যালী শেষে পৌরসভার সামনে বক্তব্য রাখেন জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক পৌরসভার প্যানেল মেয়র মকবুল হাসান মাকুল, যুবলীগের আহবায় ফজুলুর রহমান, যুগ্ম আহবায়ক আলী আহমেদ আহাদ, আশরাফ হোসেন খান, সাকিবুল হাসান তুহিন, আরিফুর রহমান রনক, মীর মনিরুল ইসলাম লিটন প্রমুখ।

এদিকে, মাগুরা ২ আসনে ড. শ্রী বীরেন শিকদারকে নৌকা প্রতিকে মনোনয়ন দেওয়ায় মাননীয় প্রধান মন্ত্রী ও জন নেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন করে জন সাধারনের মাঝে মিষ্টি বিতরণ করেছেন শালিখা উপজেলা আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

রবিবার উপজেলা সদর আড়পাড়া আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীরা আনন্দে মেতে উঠে সকলের মাঝে এই মিষ্টি বিতরণ করেন। এ সময় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ সহ দলের সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

(ডিসি/এসপি/নভেম্বর ২৬, ২০১৮)

পাঠকের মতামত:

১৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test