E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

ঈশ্বরগঞ্জে আ.লীগ-জাতীয় পার্টি মুখোমুখি, আহত ১৫

২০১৮ নভেম্বর ২৬ ১৬:৪১:০৮
ঈশ্বরগঞ্জে আ.লীগ-জাতীয় পার্টি মুখোমুখি, আহত ১৫

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) ময়মনসিংহ : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আ.লীগ ও জাতীয় পার্টির মুখোমুখি সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। 

গত রবিবার (২৫ নভেম্বর)রাত আটটার দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ২ রাউন্ড রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করে । বর্তমানে জাতীয় পার্টির অফিসে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে ।

জানা গেছে, ময়মনসিংহ-৮ ঈশ্বরগঞ্জে মহাজোট প্রার্থী জাতীয় পার্টির সংসদ সদস্য ফখরুল ইমামের পরিবর্তে আ.লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক সাবেক এমপি আব্দুস ছাত্তারকে নৌকার মনোনয়নের দাবিতে গত রবিবার মাথায় কাফনের কাপড় বেঁধে লগি-বৈঠা হাতে বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করে আ.লীগের একাংশের নেতাকর্মীরা। পরে ওইদিন রাত আটটার দিকে মাথায় হেলমেট পরিহিত দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে ৩০/৪০ জনের সংঘবদ্ধ দল জাতীয় পার্টির এমপি ফখরুল ইমামমের বিরুদ্ধে কুরুচিপূর্ণ শ্লোগান দেয়।

এসময় ককটেল বিস্ফোরণ ঘটলে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে মিছিলটি উপজেলা জাতীয় পার্টির অফিসে অগ্নিসংযোগ ও হামলা চালিয়ে তিনটি মোটর সাইকেলসহ আসবাবপত্র ভাঙচুর করে এবং কাগজপত্র তছনছ করে । এ সময় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় উভয় পক্ষের ১৫ জন আহত হয়। পরে জাপা কর্মীরা সাবেক মেয়র ও পৌর আ.লীগের সভাপতি হাবিবুর রহমানের বাসভবনে হামলা চালায়। খবর পেয়ে অতিরিক্তি পুলিশ সুপার (সার্কেল) সাখের হোসেন সিদ্দিকী ঘটনাস্থলে উপস্থিত হন। এসময় পুলিশ রাবার বুলেট ও টিয়ার সেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । এ ঘটনায় ডিবি পুলিশ নয় জনকে আটক করে।

এ ব্যাপারে জানতে চাইলে পৌর আ.লীগের সভাপতি সাবেক পৌর মেয়র হাবিবুর রহমান হাবিব জানান, আমার বাসভবনে হামলা ও ভাংচুরের ঘটনায় কমপক্ষে ৯ জন আহত হয়েছে। আহতদের খোঁজ-খবর নিতে আমি ময়মনসিংহ হাসপাতালে এসেছি ।

উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি নুরুল ইসলাম খান সুরুজ জানান, আ.লীগের নেতাকর্মীরা অতর্কিতে হামলা চালিয়ে পার্টি অফিসে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। এসময় উপজেলা জাতীয় পার্টির উপদেষ্টা আতাউর রহমানসহ কমপক্ষে ৬ জন আহত হন।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহম্মেদ কবীর হোসেন জানান, পরিস্থিতি নিযন্ত্রণে পুলিশ ২ রাউন্ড রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করে । পরে ডিবি পুলিশ নয় জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে নিয়ে যায়।

(এন/এসপি/নভেম্বর ২৬, ২০১৮)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test