E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নড়াইল-২ 

মাশরাফির সাথে ধানের শীষ নিয়ে লড়বেন ফরিদুজ্জামান 

২০১৮ নভেম্বর ২৬ ১৮:০৫:৪৩
মাশরাফির সাথে ধানের শীষ নিয়ে লড়বেন ফরিদুজ্জামান 

রূপক মুখার্জি, নড়াইল : নড়াইল-২ আসনে (লোহাগড়া ও নড়াইল সদরের আংশিক) আওয়ামী লীগ মনোনিত নৌকার প্রার্থী জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার প্রতিদ্বদ্বি ড. ফরিদুজ্জামান ফরহাদ। তিনি এ আসন থেকে ধানের শীষ প্রতিক নিয়ে নির্বাচন করবেন।

সোমবার (২৬ নভেম্বর) বিকালে ২০ দলীয় জোটের অন্যতম শরিক দল ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপির) কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ নিজেই মোবাইল ফোনে বিষয়টি নিশ্চিত করেছেন।

ড. ফরিদুজ্জামান ফরহাদ ২০০৮ সালের নির্বাচনে এনপিপির দলীয় প্রতীক ‘আম’ মার্কা নিয়ে সংসদ নির্বাচন করেছিলেন। এরপর ২০১২ সাল থেকে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের সাথে আন্দোলন সংগ্রামে যুক্ত আছেন তিনি।

নড়াইল সদরের একটি পৌর সভাসহ ৬ টি ইউনিয়ন এবং লোহাগড়ার একটি পৌরসভাসহ ১২ টি ইউনিয়ন নিয়ে নড়াইল-২ আসন গঠিত। এ আসনে বর্তমানে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১৭ হাজার ৫১১জন। পুরুষ ভোটার ১,৫৬৮৮৭ ও মহিলা ভোটার রয়েছে ১,৬০৬২৪ জন।

জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল- আসন থেকে আওয়ামী লীগের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। ১৯৭৩, ১৯৯১, ১৯৯৬, ২০০৮ এবং ২০১৪ সালের সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতিকের প্রার্থীরা জয়লাভ করে ।

তবে ২০১৪ সালে আ’লীগের নৌকা মার্কা নিয়ে জয়লাভ করে ওয়ার্কাস পার্টির নেতা বর্তমান সংসদ সদস্য শেখ হাফিজুর রহমান। আসনটিতে ৮৬ ও ৮৮ সালে জাতীয় পার্টি এবং ১৯৭৯ এবং ২০০১ উপ-নির্বাচনে বিএনপি জয়লাভ করে।

এখানে উল্লেখ্য যে, নড়াইল-২ আসনে বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন ৫ জন প্রার্থী। তারা হলেন, বিএনপি নড়াইল জেলা কমিটির সাধারন সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুল ইসলাম, জেলা বিএনপির সহ-সভাপতি তবিবুর রহমান মনু জমাদ্দার, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, নড়াইল-২ আসনের সাবেক এমপি মরহুম শরীফ খসরুজ্জামানের ছেলে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্মের দলের কেন্দ্রীয় কমিটির যুগ্মসম্পাদক শরীফ কাসাফুদ্দোজা কাফী, ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সম্মিলিত পেশাজীবী পরিষদ খুলনার সদস্য সচিব অধ্যাপক ডাঃ সেখ মোহাম্মাদ আখতার-উজ-জামান।

এ ছাড়া জোটের শরিক ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী ডক্টর ফরিদুজ্জামান ফরহাদও এ আসনে ২০ দলিয় জোট থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেন।

(আরএম/এসপি/নভেম্বর ২৬, ২০১৮)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test