E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নৌকা প্রতীক পেতে মনোনয়নপত্র জমা দেবেন সামসুল কবীর খান 

২০১৮ নভেম্বর ২৭ ০০:২৪:৩২
নৌকা প্রতীক পেতে মনোনয়নপত্র জমা দেবেন সামসুল কবীর খান 

সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া (নেত্রকোনা) : আওয়ামীলীগ দলীয়ভাবে মনোনয়নপত্র না দিলেও নৌকা প্রতীকের আশায় সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেবেন বলে ঘোষণা দিয়েছেন মনোনয়ন বঞ্চিত নেত্রকোনা-৩ আসনের আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ আওয়ামীলীগ যুব ও ক্রীড়া উপ কমিটির সদস্য সামসুল কবীর খান। 

এ লক্ষ্যে সোমবার সন্ধ্যার আগে কেন্দুয়া বাসষ্ট্যান্ড প্রাঙ্গণে তার ব্যক্তিগত দলীয় কার্যালয় প্রাঙ্গনে এক সমাবেশে এ ঘোষনা দেন সামসুল কবীর খান।

তিনি বলেন, আওয়ামীলীগ করেছি, আওয়ামীলীগকে ভালবাসি বলেই দলের সভাপতি শেখ হাসিনার কাছে দলের মনোনয়ন পেতে আপিল করে এসেছি, আশা করি এরই মধ্যে পরিবর্তন হবে। যদিও নেত্রী অসীম কুমার উকিলকে চিঠি দিয়েছেন তবু আমি আশাবাদী আমার আপিল আবেদন গ্রহণ করে আমাকেই মনোনয়ন দেবেন। এজন্য প্রয়োজনে আমি শেষ সময় ৮ ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করব। এরপর আওয়ামীলীগ দলীয় নেতাকর্মীরা যারা এতদিন আমরা সঙ্গে ছিলেন তাদের সিদ্ধান্তে পথ চলব।

সামসুল কবীর খান বলেন, সমাবেশ করে সকল নেতাকর্মীদের অনুরোধ করেছি কেউ যাতে কোন প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি না করেন। উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদের সঞ্চালনায় সমাবেশে সভাপতির বক্তব্য রাখেন বাট্টা ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুল মোনায়েম।

সমাবেশে আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ পুলিশ মুক্তিযোদ্ধা কল্যান পরিষদ রাজারবাগ পুলিশ লাইনস্ ঢাকা সভাপতি মুক্তিযোদ্ধা মো: শাহজাহান মিয়া, কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য মিজানুর রহমান মিজান। সামসুল কবীর খানের ডাকে সমাবেশে কেন্দুয়া ও আটপাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা অংশ নেন।

(এসবি/এসপি/নভেম্বর ২৭, ২০১৮)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test