E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

সাতক্ষীরার কলেজ ছাত্র কমলেশ মৃত্যু মামলা সিআইডিতে

২০১৮ নভেম্বর ২৭ ১৬:০৪:৩৪
সাতক্ষীরার কলেজ ছাত্র কমলেশ মৃত্যু মামলা সিআইডিতে

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরার আশাশুনি উপজেলার চাঞ্চল্যকর কলেজ ছাত্র কমলেশ মণ্ডল মৃত্যুর ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। রেবাবার সাতক্ষীরার আমলী আদালত ৮ এর বিচারক রাজীব কুমার রায় এ আদেশ দেন।

ঘটনার বিবরণে জানা যায়, আশাশুনি উপজেলার নড়েরাবাদ গ্রামের আইনজীবী সহকারি রণজিৎ কুমার মণ্ডলের ছেলে কমলেশ মণ্ডল সাতক্ষীরা সরকারি কলেজের ভুগোল অনার্সের দ্বিতীয় বর্ষের ছাত্র। সে সাতক্ষীরাতে থেকেই পড়াশুনা করতো। বড় ভাই পরীক্ষীত মণ্ডলকে বামনডাঙা গ্রামের জগদীশ সানাসহ কয়েকজন মারপিট করায় কমলেশ প্রতিবাদ করায় তােিক দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়। এরই জের ধরে চলতি বছরের ৪ সেপ্টেম্বর সকাল আটটার দিকে কমলেশকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় গোয়ালডাঙা গ্রামের পৈতাল শীল। পরদিন বিকেলে স্থানীয়রা বাড়ির পার্শ্ববর্তী একটি মৎস্য ঘেরের বাসা থেকে ঝুলন্ত অবস্থায় কমলেশের লাশ উদ্ধার করে। মাটিতে দু’পা লাগানো অবস্থায় ঝুলানো কমলেশের শরীরের বিভিন্ন অংশে রক্তাক্ত জখম ছিল।

অভিযোগ, কমলেশকে নেশা জাতীয় কিছু খাইয়ে নির্যাতন করার পর হত্যা করে লাশ ঘেরের বাসায় ঝুলিয়ে দিয়ে আত্মহত্যার প্রচার চালানো হয়েছে। এ ঘটনায় মৃতের বাবা থানায় হত্যা মামলা দিলেও পুলিশ তা না নিয়ে অপমৃত্যু মামলা দায়ের করে লাশের ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।

এ ঘটনায় মৃতের বাবা রণজিৎ কুমার মণ্ডল বাদি হয়ে জগদীশ সানা, তার স্ত্রী অনিতা রানী সাহা ও গোয়ালডাঙা গ্রামের পৈতাল শিলের নাম উল্লেখ করে আদালতে গত ২৭ সেপ্টেম্বর একটি হত্যা মামলা দায়ের করেন।

ঢাকা মহাখালির ভিসেরা প্রতিবেদন ছাড়াই গত ১৮ নভেম্বর কমলেশ আত্মহত্যা করেছে মর্মে সদর হাসপাতালের ময়না তদন্ত প্রতিবেদন আদালতে পাঠালে বিচারক সুরতহাল প্রতিবেদন পর্যালোচনা ও বাদি পক্ষের আইনজীবীর বক্তব্য শুনানী শেষে মামলাটি পূণঃতদন্তের জন্য সিআইডির উপর ন্যস্ত করে আগামি ২০১৯ সালের ১৬ জানুয়ারির মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

(আরকে/এসপি/নভেম্বর ২৭, ২০১৮)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test