E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নেত্রকোনা-৩ : মনোনয়নপত্র জমা দিলেন অসীম উকিল

২০১৮ নভেম্বর ২৭ ১৬:১০:০০
নেত্রকোনা-৩ : মনোনয়নপত্র জমা দিলেন অসীম উকিল

সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া (নেত্রকোনা) : নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বঙ্গবন্ধু কন্যা দেশ রত্ন শেখ হাসিনার হাত থেকে স্বাধীনতার প্রতীক নৌকা নিয়ে এসে ১৫৯  নেত্রকোনা-৩ (আটপাড়া- কেন্দুয়া) নির্বাচনী এলাকার আওয়ামীলীগের মনোনীত প্রার্থী হিসেবে বাংলাদেশ আওয়ামীলীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল আনুষ্ঠানিক ভাবে তার মনোনয়নপত্র জমা দেন। 

মঙ্গলবার বেলা অনুমান ৩ টার দিকে কেন্দুয়া উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার আল-ইমরান রুহুল ইসলামের হাতে এ মনোনয়নপত্র তুলে দেন।

এ সময় তার সঙ্গে ছিলেন, কেন্দুয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো: নূরুল ইসলাম, নেত্রকোনা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভূঞা, নেত্রকোনা জেলা আওয়ামীলীগের সদস্য কেন্দুয়া পৌরসভার মেয়র মো: আসাদুল হক ভূঞা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো: মোফাজ্জল হোসেন ভূঞা, মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা রোজি, মনোনয়ন বঞ্চিত নেত্রকোনা জেলা পরিষদের সদস্য সালমা আক্তার, কেন্দুয়া বাজার কমিটির সভাপতি মো: এনামুল হক ভূঞা, আওয়ামীলীগ নেতা তাজুল ইসলাম ও দলের মনোনয়ন বঞ্চিত আওয়ামীলীগ নেতা অধ্যাপক মিঞা মো: শফিকুল ইসলাম।

নব্বই’র গণ আন্দোলনের অন্যতম ছাত্র নেতা বাংলাদেশ ছাত্রলীগের সাধারন সম্পাদক হিসেবে দায়িত্ব পালন সহ দীর্ঘ রাজনৈতিক জীবনের পথ পরিক্রমায় অসীম কুমার উকিল এবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনা তথা আওয়ামীলীগের মনোনীত প্রার্থী হন। এর আগে তিনি নবম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটের আগে তৃণমূলের ভোটে প্রার্থী হিসেবে প্রথম স্থান লাভ করেছিলেন। কিন্তু সে সময় তিনি দলের মনোনয়ন বঞ্চিত হয়েও হতাশ হননি।

নির্বাচনী এলাকায় তার প্রিয় সহধর্মিনী বাংলাদেশ যুব মহিলালীগের সাধারণ সম্পাদক সাবেক এম.পি অধ্যাপক অপু উকিলকে সঙ্গে নিয়ে নৌকার গণ জোয়ার সৃষ্টি করতে প্রতিটি এলাকা চষে বেড়ান তিনি। তাকে সমর্থন দেন একটি পৌরসভা সহ কেন্দুয়া আটপাড়া উপজেলার ২০ টি ইউনিয়নের সিংহভাগ পদ-পদবীধারী ও তৃণমূলের নেতাকর্মী। তারা দলের পার্লামেন্টারী বোর্ডের সভাপতি ও আওয়ামীলীগ সভাপতি শেখ হাসিনার নিকট অসীম কুমার উকিলকে নেত্রকোনা-৩ আসনে মনোনয়ন দিতে জোড়ালোভাবে দাবী তুলেছিলেন।

এদিকে বাংলাদেশ যুব মহিলালীগের সাধারন সম্পাদক সাবেক এম.পি অধ্যাপক অপু উকিল স্বামী অসীম কুমার উকিলের পক্ষে আটপাড়া উপজেলা আওয়ামীলীগৈর নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আটপাড়া উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মাসুদা আক্তারের নিকট মনোনয়নপত্র জমা দেন।

এসময় উপস্থিত ছিলেন আটপাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক ফেরদৌস রাণা আঞ্জু, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি সুলতান উদ্দিন, সাধারণ সম্পাদক আবু নাসের তালুকদার মিলু ও যুব মহিলালীগের উপজেলা সভাপতি তানিয়ান নাজনিন চৌধুরী রেখা সহ অন্যান্য নেতাকর্মী।

(এসবি/এসপি/নভেম্বর ২৭, ২০১৮)

পাঠকের মতামত:

০৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test