E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাগেরহাটে শেখ হেলাল ও শেখ তন্ময়সহ আ.লীগের ৪ প্রার্থীর মনোনয়নপত্র জমা 

২০১৮ নভেম্বর ২৭ ১৭:৩৫:৪৯
বাগেরহাটে শেখ হেলাল ও শেখ তন্ময়সহ আ.লীগের ৪ প্রার্থীর মনোনয়নপত্র জমা 

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাট- ৪ সংসদীয় আসনে আওয়ামী লীগের সকল প্রার্থী একযোগে মনোনয়নপত্র জমা দিয়েছেন। মঙ্গলবার বিকালে জেলা রিটানিং অফিসার ও বাগেরহাটের জেলা প্রশাসকের কাছে আওয়ামী লীগের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন। বাগেরহাট- ১ (ফকিরহাট-মোল্লাহাট ও চিতলমারী) আসনে বঙ্গবন্ধুর ভ্রাতুস্পুত্র ও বর্তমান এমপি শেখ হেলাল উদ্দিন, বাগেরহাট- ২ (বাগেরহাট সদর ও কচুয়া) আসনে এমপি হেলারের ছেলে শেখ সারহান নাসের তন্ময়, বাগেরহাট- ৩ (রামপাল ও মোংলা) আসনের বর্তমান এমপি হাবিবুন নাহার তালুকদার ও বাগেরহাট- ৪ (মোরেলগঞ্জ ও শরণখোলা) আসনের এমপি ডা. মোজাম্মেল হোসেন এসময়ে জেলা রিটানিং অফিসারের হাতে তাদের মনোনয়নপত্র তুলে দেন। 

আওয়ামী লীগের ৪ প্রার্থী মনোনয়নপত্র জমা দেয়ার আগে শহরতলীতে হযরত খানজাহান (র:) মাজার শরিফ জিয়ারত ও ফাতেহা পাঠ করেন।

বাগেরহাটে আওয়ামী লীগের ৪ প্রার্থী মনোনয়নপত্র জমা দেয়ার সময়ে তাদের সাথে উপস্থিত ছিলেন, খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তাতুকদার আব্দুল খালেক, বাগেরহাট সদর আসনে দলীয় মনোয়ন বঞ্চিত বর্তমান এমপি মীর শওকাত আলী বাদশা, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শেখ কামরুজ্জামান টুকু, বাগেরহাট পৌর মেয়র খান হাবিবুর রহমান। এসময়ে বাইরে বিপুল সংখক দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাগেরহাট জেলা রিটানিং অফিসারের হাতে নিজের মনোনয়নপত্র তুলে দেয়ার পর বঙ্গবন্ধু পরিবারের তৃতীয় প্রজন্ম শেখ সারহান নাসের তন্ময় সাংবাদিকদের কাছে তার প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, সুষ্ঠ পবিবেশে যাতে ভোটাররা ভোট দিতে পারে প্রার্থী হিসেবে আমার পক্ষ থেকে সেই প্রচেষ্টা অব্যাহত থাকবে। আমরা চাই সব দলের অংশ গ্রহনে একটি গ্রহনযোগ্য নির্বাচন। একজন তরুন প্রার্থী হিসেবে যুবসমাজের পাশাপাশি বাগেরহাটে সদর আসনের উন্নয়নে অবদান রাখতে সকলের সহযোগিতা চাই।

(এসএকে/এসপি/নভেম্বর ২৭, ২০১৮)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test