E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

ধামরাইয়ে নৌকার প্রার্থী বেনজীরকে বিজয়ী করতে এমপি মালেকের একাত্মতা ঘোষণা

২০১৮ নভেম্বর ২৭ ১৭:৪০:৫৮
ধামরাইয়ে নৌকার প্রার্থী বেনজীরকে বিজয়ী করতে এমপি মালেকের একাত্মতা ঘোষণা

ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকা জেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ আওয়ামীলীগ থেকে দলীয় মনোনয়ন লাভ করায় , বর্তমান এমপি মুক্তিযোদ্ধা এমএ আলহ্বাজ এমএ মালেক দীর্ঘ দিন বিরুধী অবস্থানে থাকলেও আজ মঙ্গলবার দুপুরে ঢুলিভীটা মন্নু কমিমিনিউটি সেন্টারে দলীয় নেতা কর্মীদের সাথে এক মতবিনিময় কালে নৌকার প্রার্থীকে বিজয়ী করার নির্দেশ করেছেন। 

তিনি বলেন, জননেত্রী প্রধান মন্ত্রী শেখ হাসিনা যাকে মনোনয়ন দিয়েছেন,আমরা তার নির্দেশে নৌকার প্রার্থী বেনজীর আহমদকে বিজয়ী করার জন্য অীঙ্গকারাবদ্ধ। দলীয় সকল নেতা কর্মীদের নির্দেশ দেন নৌকাকে বিজয়ী করার জন্য মাঠে থেকে কাজ করার। এসময় বেনজীর আহমদ ও তার কোনো সর্মথকরা ওই মতবিনমিয় সভায় উপস্থিত ছিলেন না।

এসময় দীর্ঘ পাচ বর এমপি এম এ মালেকের সাথে থেকে কাজ করা ও এখন বিদায় এর প্রাক্কালে এমপি মালেককে কাছে পেয়ে তার সকল নেতা কর্মীরা কান্নায় ভেঙ্গে পড়েন।

এসময় এক ভারাকান্ত পরিবেশের সৃষ্টি হয়। নেতা কর্মীরাও নৌকার বিজয়ে কাজ করার অীঙ্গকার করেন। নেতা কর্মী ছাড়াও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন। এসময় বেনজীর আহমদ ও তার কোনো সর্মথকরা ওই মতবিনমিয় সভায় উপস্থিত ছিলেন না।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধামরাইয়ে আওয়ামীলীগ থেকে দলীয় ভাবে মনোনয়ন পেয়েেেছন ঢাকা বিশ আসন ধামরাইয়ের সাবেক এমপি,বায়রা ও ঢাকা জেলা আওয়ামীলীগের সভাপতি,বিজ্ঞ রাজনৈতিক ব্যক্তিত্ব মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ।

সরকারের সকল উন্নয়নের ছোয়া ঢাকার ধামরাইয়ে স্পর্শ করেছে এমন আলোচনা এখন নতুন প্রজন্মের ভোটারদের মাঝে আলোচিত হচ্ছে। দেশ স্বাধীন হবার পর ঢাকা বিশ আসন ধাধরাইয়ের এই সিটটি ২০০৮ সাল পর্যন্ত বিএনপির পুরোপুরি দখলে ছিল।

২০০৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে ধামরাই আসনটি আওয়ামীলীগ থেকে দলীয় ভাবে মনোনয়ন পেয়ে ঢাকা জেলা আওয়ামীলীগের সভাপতি,বিজ্ঞ রাজনৈতিক ব্যক্তিত্ব মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ ৪৫ হাজার ভোটের ব্যবধানে বিএনপি থেকে একাধিকবার নির্বাচিত বিএনপির প্রভাবশালী নেতা ব্যারীষ্টার জিয়াউর রহমান খানকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন।

এরপর ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে বেনজীর আহমদ প্রার্থী হয়েও তার প্রার্থীতা প্রত্যার করে এমএ মালেক কে মনোনয়ন দিয়ে দাড় করিয়ে দেন বেনজীর আহমদ। বিরোধি কোনো প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হন এম এ মালেক।

এর এক বছর কাল ধরে ধামরাই আওয়ামী লীগে আমে-দুধে উভয়ের মাঝে সম্পর্ক থাকলেও তা পরবর্তীতে সাপে-বেজীর মত সম্পর্কের সৃষ্টি হয়। এর থেকে চলতে থাকে পাল্টা পাল্টি সভা সমাবেশ ও বক্তব্য।

আজ তার পুরো উল্টো চিত্র দেখে মনে হয় রাজনৈকিতায় সঠিক কোনো সময় নেই। প্রয়োজনে সব কিছইু আপনত্ব লাভ করে।

ধামরাইবাসীর প্রত্যাশা এবারো বেনজীর আহম ভোটারদের কাছে গ্রহন যোগ্য বিজয়ী হবেন এমনটাই প্রত্যাাশা করছে ভোটাররা।

(ডিসিপি/এসপি/নভেম্বর ২৭, ২০১৮)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test