E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নওগাঁ-৫ : দলীয় চিঠি পাওয়া আ. লীগের দুই প্রার্থীর সমর্থকদের মহড়া

২০১৮ নভেম্বর ২৭ ১৭:৫০:৩১
নওগাঁ-৫ : দলীয় চিঠি পাওয়া আ. লীগের দুই প্রার্থীর সমর্থকদের মহড়া

নওগাঁ প্রতিনিধি : নওগাঁ-৫ (সদর) আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়নের চিঠি পেয়েছেন প্রয়াত নেতা আব্দুল জলিল পুত্র ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন ও বর্তমান এমপি মোঃ আব্দুল মালেকের সমর্থকরা মঙ্গলবার শহরে পৃথক পৃথক সমাবেশ করেছে। শেষ পর্যন্ত দলের টিকিট নিশ্চিত করার জন্য এই সমাবেশ দুই প্রার্থীর জনপ্রিয়তা প্রমাণের মহড়া বলে মনে করছেন স্থানীয় নেতাকর্মী ও সাধারণ ভোটাররা। 

মঙ্গলবার সকাল ১০টা থেকে শহরের সরিষাহাটির মোড়ে আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত আব্দুল জলিলের পুত্র নিজাম উদ্দিন জলিল জনের কর্মী-সমর্থকরা।

এ সময় তাঁদেরকে নিজাম উদ্দিনকে দলীয় মনোনয়ন দেয়ায় খুশি হয়ে বিভিন্ন স্লোাগান দিতে দেখা যায়। কর্মী-সমর্থকর সংখ্যা বাড়তে থাকলে এক সময় দলীয় কার্যালয়ের সামনে শহরের প্রধান সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ এসে তাঁদেরকে সড়কের দুই পাশে সরিয়ে দিয়ে যান চলাচলের রাস্তা করে দেয়। বেলা সাড়ে ১১টার দিকে নিজাম উদ্দিন জলিল ঢাকা থেকে দলীয় কার্যালয়ে এসে সমাবেশস্থলে পৌঁছালে সমর্থকরা তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা দেন। নিজাম উদ্দিন জলিল উপস্থিত কর্মী-সমর্থকদের বিভ্রান্ত না হয়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

তিনি বলেন, ‘এখানে আমাকেই এক নম্বর প্রার্থী হিসেবে দলীয় মনোনয়নের চিঠি দেয়া হয়েছে। সব কিছু ঠিক থাকলে এখানে আমিই নৌকার টিকিট পাব। আপনারা বিভ্রান্ত না হয়ে শান্তি শৃঙ্খলা বজায় রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করুন।’

এদিকে দুপুর ১২টার দিকে শহরের মুক্তির মোড়ে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বর্তমান সাংসদ আব্দুল মালেকের সমর্থকরা জড়ো হয়ে তাঁকে আওয়ামী লীগের মনোনয়ন দেয়ার দাবিতে সমবেত হন। তাঁরা আব্দুল মালেককে নৌকার টিকিট দেয়ার দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

আব্দুল মালেকের সমর্থক হিসেবে পরিচিত নওগাঁ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুবুল হক কোমল বলেন, ‘আব্দুল মালেক ছাত্রজীবন থেকে আওয়ামীলীগের রাজনীতির সঙ্গে জড়িত। সাংসদ গত সাত বছরে এলাকায় অনেক উন্নয়ন করেছেন। বর্তমানে অন্য যে কারও চেয়ে তাঁর জনপ্রিয়তা বেশি। এজন্য জননেত্রী শেখ হাসিনার কাছে আমাদের দাবি এই আসনে যাতে আব্দুল মালেককে আবারও মনোনয়ন দেয়া হয়।’

রবিবার মনোনয়ন বিতরণের প্রথম দিনে নিজাম উদ্দিন জলিলকে নওগাঁ-৫ আসনে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়া হয়। কিন্তু সোমবার মনোনয়নপত্র সংশোধন করে নিজাম উদ্দিন জলিল জন ও আব্দুল মালেক দু’জনকেই যৌথভাবে দলীয় মনোনীত প্রার্থী হিসেবে চিঠি দেয়া হয়।

দলীয় সূত্রে জানা গেছে, বেশ কয়েকটি আসনে দলের একাধিক ব্যক্তিকে দলীয় মনোনয়ের চিঠি দেয়া হয়েছে। পরবর্তীতে ওই সব আসনে এসব প্রার্থীর জনপ্রিয়তা যাচাইয়ে জরিপ করা হবে। ওই জরিপের ফলাফল অনুযায়ী দল ঠিক করবে কে পাবেন নৌকার টিকিট। প্রতীক বরাদ্দের আগে আওয়ামী লীগ সভানেত্রী দলের প্রার্থীদের তালিকা নির্বাচন কমিশনে পাঠালে তাঁদের একজন বাদ পড়বেন।

(বিএম/এসপি/নভেম্বর ২৭, ২০১৮)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test