E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মনোনয়নপত্র জমা দিলেন নৌমন্ত্রী, বিএনপির নির্বাচনে অংশ নেয়া নিয়ে সন্দেহ 

২০১৮ নভেম্বর ২৮ ১৫:৪৪:৫৮
মনোনয়নপত্র জমা দিলেন নৌমন্ত্রী, বিএনপির নির্বাচনে অংশ নেয়া নিয়ে সন্দেহ 

মাদারীপুর প্রতিনিধি : বুধবার সকাল সাড়ে ১০টার দিকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান। 

এছাড়া আওয়ামীলীগ, বিএনপিসহ অন্য দলের প্রার্থীরা এরই মধ্যে মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দিতে শুরু করেছে।এই পর্যন্ত মাদারীপুরে ১৭টি ফরম বিতরণ হয়েছে। যার মধ্যে সকাল সাড়ে ১১টা পর্যন্ত ৬ জন প্রার্থী মনোনয়নপত্র জেলা ও উপজেলা রিটার্নিং কার্যালয়ে জমা দিয়েছেন।

নৌ-মন্ত্রী শাজাহান খান এসময় সাংবাদিকদের বলেন, ‘প্রকৃতপক্ষে বিএনপি এখনো নির্বাচনে অংশ গ্রহণ করবে কিনা, তা আমার সন্দেহ আছে। কারণ বিএনপির রাজনীতিতে কোন আদর্শ নেই। এদের সাথে যারা আছে,তাদের আদর্শ নেই। এমন আর্দশহীন দল দিয়ে সমাজের কোন উপকারে আসবে না।’

মন্ত্রী এসময় সকল প্রার্থীদের নির্বাচনী আচারণবিধি মেনে চলার আহবান জানান।পরে তিনি রাজৈর উপজেলায় সহকারী রিটারির্ং কার্যালয়েও তার নামে আরো একটি মনোনয়নপত্র দাখিল করেন।

এছাড়া মাদারীপুরের অন্য দুটি আসনেও আওয়ামীলীগ, বিএনপিসহ অন্য দলের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন।

(এস/এসপি/নভেম্বর ২৮, ২০১৮)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test