E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ময়মনসিংহ-৩ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন ৩ জন

২০১৮ নভেম্বর ২৮ ১৫:৫৯:২১
ময়মনসিংহ-৩ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন ৩ জন

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪৮, ময়মনসিংহ-৩ আসনে বিএনপির তিনজন প্রার্থীকে ধানের শীষ প্রতিকের জন্য মনোনয়ন দেওয়া হয়েছে।

তাঁরা হলেন-কেন্দ্রীয় বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও গৌরীপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আহাম্মদ তায়েবুর রহমান হিরণ এবং ডক্টর এসোসিয়েসন অব বাংলাদেশ (ড্যাব) এর কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ডাঃ মোঃ আব্দুস সেলিম। এ আসনে ১১ জন মনোনয়ন প্রত্যাশীর মধ্য থেকে এই তিন জনকে মনোনয়নের চিঠি দেয়া হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার গুলশান বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে দলের মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীরের কাছ থেকে তাঁরা তিনজন মনোনয়নের চিঠি গ্রহণ করেছেন। তবে কে হচ্ছেন ধানের শীষের প্রার্থী সে চূড়ান্ত সিদ্ধান্ত পেতে অপেক্ষা করতে হবে আগামী ৯ডিসেম্বর মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষদিন পর্যন্ত। সেদিন দলের মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর যাকে ধানের শীষ প্রতিক বরাদ্দের চিঠি দিবেন তিনিই হবেন বিএনপির ধানের শীষ প্রতিকের প্রার্থী।

বাকীরা মনোনয়নপত্র প্রত্যাহার করে নিবেন। তিনজন মনোনয়ন পাওয়ায় প্রত্যেক প্রার্থীর সমর্থকদের মধ্যে যেমন উল্লাস রয়েছে, তেমনি দলীয় অনেক নেতাকর্মীর মাঝে হতাশাও বিরাজ করছে। উল্লেখ্য সর্বশেষ ১৯৯৬ সালে এ আসনটিতে বিএনপি প্রার্থী এডভোকেট এ এফ এম নজমুল হুদা জয়ী হয়েছিলেন।

(এসআইএম/এসপি/নভেম্বর ২৮, ২০১৮)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test