E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আগৈলঝাড়ায় আ.লীগ ও বিএনপি মনোনীত প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

২০১৮ নভেম্বর ২৮ ১৬:০১:০৫
আগৈলঝাড়ায় আ.লীগ ও বিএনপি মনোনীত প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : ঘোষিত তফসিল অনুযায়ী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৮ নভেম্বর মনোনয়পত্র জমা দেয়ার শেষ দিনে সহকারী রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাসের কার্যালয়ে মনোয়নপত্র জমা দান করেছেন আওয়ামী লীগ ও বিএনপি দলীয় মনোনীত প্রার্থীরা।

আগৈলঝাড়া-গৌরনদী উপজেলা নিয়ে গঠিত বরিশাল-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাতির পিতার ভাগ্নে, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির চেয়ারম্যান ও বর্তমান সংসদ সদস্য, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ’র পক্ষে দলীয় নেতারা বুধবার সকাল দশটায় সহকারী রিটার্নিং অফিসা বিপুল চন্দ্র দাসের কাছে তাঁর মনোনয়নপত্র জমা প্রদান করেছেন। বরিশাল-১ আসনে আওয়ামী লীগের একক মনোনয়ন প্রার্থী ছিলেন তিনি।

মনোনয়নপত্র জমাদানের সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা এ্যাডভোকেট বলরাম পোদ্দার, এমপি আবুল হাসানাত আব্দুল্লাহর একান্ত সচিব মো. খায়রুল বাশার, আগৈলঝাড়া উপজেলা সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন সেরনিয়াবাত, জেলা আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম মোর্তুজা খান, উপজেলা আওয়ামী লীগ সমন্বয়ক আবু সালেহ লিটন, হাসানাত পুত্র সেরনিয়াবাত মঈন আবদুল্লাহ।

এদিকে বরিশাল-১ আসনে বিএনপি দলীয় ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান বুধবার এগারোটায় সহকারী রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাসের কার্যালয়ে তার মনোনয়ন পত্র জমাদান করেছেন। নবম জাতীয় সংসদ নির্বাচনেও ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান বিএনপি দলীয় মনোনীত প্রার্থী ছিলেন।

ইঞ্জিনিয়ার সোবহানের মনোনয়নপত্র দাখিলের সময় আগৈলঝাড়া উপজেলা বিএনপি সভাপতি আব্দুল লতিফ মোল্লা, সহ-সভাপতি কবির হোসেন তালুকদার গৌরনদী উপজেলা বিএনপি সহ-সভাপতি আনোয়ার সাদাত তোতা উপস্থিত ছিলেন।

রিটার্নিং কর্মকর্তা বিপুল চন্দ্র দাস জানান বরিশাল-১ আসনে মোট ভোটার ২লাখ ৫৭হাজার ২শ ২০জন। এরমধ্যে গৌরনদী উপজেলায় ১লাখ ৪৫হাজার ৩৫জন ও আগৈলঝাড়া উপজেলায় ১লাখ ১২হাজার ১শ ৮৫জন ভোটার রয়েছে।

(টিবি/এসপি/নভেম্বর ২৮, ২০১৮)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test