E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বরিশালের ছয়টি আসনে বিএনপির ১১ জনের মনোনয়নপত্র জমা

২০১৮ নভেম্বর ২৮ ১৭:১৯:৪২
বরিশালের ছয়টি আসনে বিএনপির ১১ জনের মনোনয়নপত্র জমা

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশালের ছয়টি সংসদীয় আসনে ১৩ জন প্রার্থীকে ধানের শীষের প্রাথমিক মনোনয়নের চিঠি দিয়েছে বিএনপি। 

এরমধ্যে ১১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে বুধবার সকালে বরিশাল রির্টানিং অফিসার জেলা প্রশাসকের কার্যালয়ে এবং স্ব-স্ব উপজেলার সহকারী রিটানিং অফিসারের কার্যালয়ে তাদের মনোয়নপত্র জমা দিয়েছেন। আসনে একাধিক প্রার্থী রাখা হলেও যথাসময়ে প্রতিটি আসনে একজন করে প্রার্থী প্রতিপ্রন্ধীতা করবেন বলে জানিয়েছেন বিএনপির দায়িত্বশীল নেতারা।

বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের বিএনপির মনোনীত প্রার্থী কেন্দ্রীয় কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান বেলা এগারোটায় আগৈলঝাড়া সহকারী রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এসে তার মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এ সময় আগৈলঝাড়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল লতিফ মোল্লা, সহসভাপতি কবির হোসেন তালুকদার, গৌরনদী উপজেলা বিএনপির সহসভাপতি আনোয়ার সাদাত তোতাসহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। দীর্ঘদিন থেকে নিজ এলাকায় ঢুকতে না পেরে একইদিন দুপুরে বিএনপির অপর মনোনয়ন পাওয়া সাবেক এমপি জহির উদ্দিন স্বপন জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল হাসানাত আব্দুল্লাহর পক্ষে একইদিন সকাল দশটায় গৌরনদী ও আগৈলঝাড়া সহকারী রির্টানিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন নেতৃবৃন্দরা। এসময় কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা এ্যাডভোকেট বলরাম পোদ্দার, আগৈলঝাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন সেরনিয়াবাত, জেলা আওয়ামী লীগের সদস্য মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম মোর্তুজা খান, উপজেলা আওয়ামী লীগের সমন্বয়ক আবু সালেহ লিটন, হাসানাত পুত্র সেরনিয়াবাত মঈন আবদুল্লাহ উপস্থিত ছিলেন।

বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী সাবেক এমপি শহিদুল হক জামাল ও নির্বাহী কমিটির সদস্য সরফুদ্দিন আহমেদ সান্টুর পক্ষে নেতাকর্মীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। ওই আসনে জাতীয় পার্টির প্রার্থী চিত্র নায়ক মাসুদ পারভেজ সোহেল রানা, আওয়ামী লীগ মনোনীত শাহে আলম তালুকদার ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে শেরে বাংলা একে ফজলুল হকের দৌহিত্র ফাইয়াজুল হক রাজু মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে বিএনপির মনোনয়ন পাওয়া বিএনপির সিনিয়র সহসভাপতি সেলিমা রহমান ও ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট জয়নুল আবেদীন মনোনয়নপত্র জমা দিয়েছেন। একই আসনে জাতীয় পার্টির প্রার্থী ও সাবেক এমপি গোলাম কিবরিয়া টিপু, ওয়ার্কার্স পার্টির প্রার্থী বর্তমান সাংসদ এ্যাডভোকেট শেখ মো. টিপু সুলতান, স্বতন্ত্র প্রার্থী বরিশাল বিভাগ উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক আতিকুর রহমান এবং ন্যাপ মনোনীত মাস্টার নুরুল হক তাদের মনোয়নপত্র জমা দিয়েছেন।

বরিশাল-৪ (মেহেন্দীগঞ্জ-হিজলা) আসনে বিএনপির মনোনয়ন পাওয়া কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য উত্তর জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি মেজবাহউদ্দিন ফরহাদ ও আওয়ামী লীগ মনোনীত কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক বর্তমান এমপি পংকজ নাথ তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বরিশাল-৫ (সদর) আসনে বিএনপির মনোনয়ন দেয়া হয়েছে দলের যুগ্ম মহাসচিব মহানগর বিএনপির সভাপতি মজিবর রহমান সরোয়ার ও দক্ষিণ জেলা বিএনপির সভাপতি এবায়েদুল হক চাঁনকে। তারা দুইজনসহ ওই আসনে আওয়ামী লীগ মনোনীত কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসন থেকে বিএনপির মনোনয়ন দেয়া হয়েছে সাবেক এমপি আবুল হোসেন খান ও সাবেক এমপি আব্দুর রশিদ খানকে। তারা দুইজনসহ ওই আসনের জাতীয় পার্টির প্রার্থী নাসরিন জাহান রত্মা আমিন ও জাসদ মনোনীত মোঃ মহসিন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

একই আসনে একাধিক প্রার্থী রাখার বিষয়ে বিএনপির যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার বলেন, এটা দলের একটা কৌশল। যথাসময়ে প্রতিটি আসনে একজন করে প্রার্থী প্রতিপ্রন্ধিতা করবেন।

(টিবি/এসপি/নভেম্বর ২৮, ২০১৮)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test