E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ময়মনসিংহ-৩ আসনে ১৬ জনের মনোনয়নপত্র দাখিল

২০১৮ নভেম্বর ২৮ ১৮:১৫:৪৩
ময়মনসিংহ-৩ আসনে ১৬ জনের মনোনয়নপত্র দাখিল

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪৮, ময়মনসিংহ-৩ আসনে তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষদিন বুধবার (২৮নভেম্বর) পর্যন্ত ১৪জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। 

তাঁরা হলেন-আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান এমপি ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ, বিএনপি মনোনীত প্রার্থী বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও পদত্যাগী উপজেলা পরিষদ চেয়ারম্যান আহাম্মদ তায়েবুর রহমান হিরণ ও ড্যাবের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ডাঃ মোঃ আব্দুস সেলিম।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মনোনীত হারুন আল বারী, ন্যাপ(মোজাফফর) মনোনীত মুক্তিযোদ্ধা আব্দুল মতিন মাস্টার, জাকের পার্টি মনোনীত গোলাম মোহাম্মদ, বাংলাদেশ ইসলামী আন্দোলন মনোনীত মোঃ আইয়ুব আলী, তরিকত ফেডারেশন মনোনীত প্রাণেশ চন্দ্র পন্ডিত।

এছাড়াও মনোনয়নপত্র জমা দিয়েছেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও গৌরীপুর উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি সামীউল আলম লিটন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শরীফ হাসান অনু, কেন্দ্রীয় ছাত্রলীগের সম্পাদকমন্ডলীর সাবেক সদস্য মোর্শেদুজ্জামান সেলিম, জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক বাকৃবি’র সাবেক ভিপি ও সৈয়দ নজরুল ইসলাম কলেজের অধ্যক্ষ এ.কে.এম আব্দুর রফিক, জেলা আওয়ামী লীগের সদস্য নাজনীন আলম, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা ভিপি বাবুল, উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান আলী আহাম্মদ খান পাঠান সেলভী।

তাদের মধ্যে ১২জন সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার ফারহানা করিমের কাছে এবং ৪জন ময়মনসিংহে রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন।

(এসআইএম/এসপি/নভেম্বর ২৮, ২০১৮)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test