E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

দিনাজপুরে ৬টি আসনে ৫৯ জন সম্ভাব্য প্রার্থীর মনোনয়নপত্র জমা

২০১৮ নভেম্বর ২৮ ২৩:৩৭:২২
দিনাজপুরে ৬টি আসনে ৫৯ জন সম্ভাব্য প্রার্থীর মনোনয়নপত্র জমা

শাহ্ আলম শাহী, দিনাজপুর : দিনাজপুরে কোন গোলযোগ ছাড়াই উৎসবমুখর পরিবেশে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ৬টি আসনে মোট ৫৯টি জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরমধ্যে আওয়ামী লীগ ৭টি, বিএনপি ১৬টি, জাতীয় পার্টি ৬টি, স্বতন্ত্র ৭টি ও অন্যান্য ২৩টি দলের মনোনয়নপত্র জমা পড়েছে।

আজ বুধবার সন্ধ্যা ৭টায় আনুষ্ঠানিকভাবে দিনাজপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মাহামুদুল আলম একটি প্রেস ব্রিফিং-এ সাংবাদিকদের সামনে এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, আগামী ২ ডিসেম্বরে মনোনয়নপত্র গুলো জাচাই-বাছাই করা হবে।

জমা পড়া মনোনয়নপত্রের মধ্যে দিনাজপুর-১ আসনে ১৩ প্রার্থী, দিনাজপুর-২ আসনে ৮ প্রার্থী, দিনাজপুর-৩ আসনে ৮ প্রার্থী,দিনাজপুর-৪ আসনে ৯ প্রার্থী, দিনাজপুর-৫ আসনে ৮ প্রার্থী ও দিনাজপুর-৬ আসনে ১৩ প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।

দিনাজপুর (বীরগঞ্জ-কাহারোল) আসন-১:

এ আসন থেকে আওয়ামী লীগের বর্তমান এমপি মনোরঞ্জন শীল গোপাল, বীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মনজুরুল ইসলাম, কাহারোল উপজেলা চেয়ারম্যান মামুনুর রশিদ চৌধুরী, তোফাজ্জল হোসেন, ২০ দলীয় ্ঐক্যজোটের শরীক দল জামাতের (ধানের শীর্ষ) বীরগঞ্জ পৌর মেয়র মোহাম্মদ হানিফ, জাতীয় পার্টির বীরগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক শাহীনুর আলম, জাপা নেতা মাহবুব আলম, জাগপার আরিফুল ইসলাম, ওয়ার্কার্স পার্টির আব্দুল হক, মুসলীম লীগের সৈয়দ মনজুরুল করিম, স্বতন্ত্র রনজিৎ মুর্মু, ইসলামীক আন্দোলনের আশরাফুল আলম ও স্বতন্ত্র পারভেজ হোসেন।

দিনাজপুর(বিরল-বোচাগঞ্জ)আসন-২:

এ আসন থেকে আওয়ামী লীগের বর্তমান এমপি কেন্দ্রীয় সাংগঠরিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, বিএনপির সাদিক রিয়াজ, মনজুরুল ইসলাম, জাতীয় পার্টি’র জুলফিকার হোসেন, ইসলামী আন্দোলনের হাবিবুর রহমান, মুসলীম লীগের এরশাদ হোসেন, স্বতন্ত্র মোকাররম হোসেন ও আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) ডা.মানবেন্দ্র রায় (সাবেক প্রতিমন্ত্রী সতিষের ছেলে)।

দিনাজপুর (সদর) আসন-৩:

এ আসন থেকে আওয়ামী লীগের বর্তমান এমপি হুইপ ইকবালুর রহিম, বিএনপির পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম, জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন দুলাল, বামজোট সিপিবি’র বদিউজ্জামান বাদল, ইসলামী আন্দোলনের খায়রুজ্জামান, বাংলাদেশ মুসলীম লীগের সৈয়দ মাহমুদুল করিম, ও বিকল্পধারা বাংলাদেশের আশরাফুল ইসলাম।

দিনাজপুর (চিরিরবন্দর-খানসামা) আসন-৪:

এ আসন থেকে আওয়ামী লীগের বর্তমান এমপি পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, বিএনপির সাবেক এমপি আকতারুজ্জমান মিয়া, শিল্পপতি হাফিজুর রহমান সরকার, বামজোট সিপিবি’র এ্যাডভোকেট রিয়াজুল ইসলাম রাজু, বাংলাদেশ মুসলীম লীগের মোজাফফর হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মিজানুর রহমান, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি’র সাাজেদুর আলম চৌধুরী ও স্বতন্ত্র প্রার্থী ইউসুফ আলী।

দিনাজপুর (পাবর্তীপুর-ফুলবাড়ী) আসন-৫:

এ আসন থেকে আওয়ামী লীগের বর্তমান এমপি প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান, বিএনপির সাবেক এমপি এজেডএম রেজওয়ানুল হক, জাকারিয়া বাচ্চু, জাতীয় পার্টি’র সোলায়মান সামী, ইসলামী আন্দোলনের মতিউর রহমান, বাংলাদেশ মুসলীম লীগের সফিকুল ইসলাম, পিপলস পার্টির শওকত আলী ও স্বতন্ত্র প্রার্র্থী মনসুর আলী সরকার।

দিনাজপুর(বিরামপুর-হাকিমপুর-ঘোড়াঘাট ও নবারগঞ্জ) আসন-৬:

এ আসন থেকে আওয়ামী লীগের বর্তমান এমপি শিবলী সাদিক, বিএনপির জেলা শাখার সাবেক সভাপতি লুৎফর রহমান মিন্টু, বিএনপি নেতা শাহীনুর ইসলাম মন্ডল, হাকিমপুর পৌর সভাপর সাবেক মেয়র সাখাওয়াত হোসেন শিল্পী ২০ দলীয় ঐক্যজোটের শরীক দল (ধানের শীর্ষ) জামাতের জেলা আমির আনোয়ারুল ইসলাম, , জাতীয় পার্টি’র জেলা সভাপতি দোলোয়ার হোসেন, ওয়ার্কার্স পার্টি’র আদিবাসী নেতা রবীন্দ্রনাথ সরেন, গণফোরামের নুরুন্নবী মন্ডল, স্বতন্ত্র প্রার্থী আওয়ামীলীগ নেতা আতাউর রহমান,আজিজুল হক চৌধুরী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের নুর আলম সিদ্দিক।

(এসএএস/এসপি/নভেম্বর ২৮, ২০১৮)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test