E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দিনাজপুরে ৬ আসনে চাচা-ভাতিজার লড়াই

২০১৮ নভেম্বর ২৯ ১৪:৫৯:৩৮
দিনাজপুরে ৬ আসনে চাচা-ভাতিজার লড়াই

শাহ্ আলম শাহী, দিনাজপুর : দিনাজপুর-৬ (বিরামপুর-হাকিমপুর-ঘোড়াঘাট ও নবারগঞ্জ) আসনে এবার চাচা-ভাতিজা নির্বাচনী যুদ্ধে অবতীর্ণ হচ্ছেন। 

এ যুদ্ধে লড়তে ইতোমধ্যে বুধবার নির্বাচনী রিটার্নিং অফিসারের কাছে চাচা-ভাতিজা পৃথক পৃথকভাবে মনোনয়নপত্র দাখিল করেছেন। এরা হলেন.আওয়ামী লীগের বর্তমান এমপি শিবলী সাদিক এবং মহাজোটের শরীক দল জেলা জাতীয় পার্টি’র সভাপতি দেলওয়ার হোসেন। নবাবগঞ্জে অবস্থিত পিকনিক স্পট“ স্বপ্নপূরী’”র সত্বাধিকারী দু’জনেই। এই আসনের সাবেক সংসদ সদস্য মরহুম মোস্তাফিজুর রহমান ফিজু’র ছেলে শিবলী সাদিক। কন্ঠশিল্পী সালমা’র সাবেক স্বামী। তাদের একটি কন্যা সন্তানও রয়েছে। সাবেক সংসদ সদস্য মরহুম মোস্তাফিজুর রহমান ফিজু’র বড় ভাইজেলা জাতীয় পার্টি’র সভাপতি দেলওয়ার হোসেন।

চাচা-ভাতিজা ছাড়াও এ আসনে আওয়ামীলীগের দুই বিদ্রোহী প্রার্থী স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরা হলেন,২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে নির্বাচিত সংসদ সদস্য আজিজুল হক চেšধুরী ও আওয়ামীলীগ নেতা আতাউর রহমান।

এছাড়াও এ আসনে বিএনপির জেলা শাখার সাবেক সভাপতি লুৎফর রহমান মিন্টু, বিএনপি নেতা শাহীনুর ইসলাম মন্ডল, হাকিমপুর পৌর সভাপর সাবেক মেয়র সাখাওয়াত হোসেন শিল্পী ২০ দলীয় ঐক্যজোটের শরীক দল (ধানের শীর্ষ) জামাতের জেলা আমির আনোয়ারুল ইসলাম, , জাতীয় পার্টি’র জেলা সভাপতি দোলোয়ার হোসেন, ওয়ার্কার্স পার্টি’র আদিবাসী নেতা রবীন্দ্রনাথ সরেন, গণফোরামের নুরুন্নবী মন্ডলও জমা দিয়েছেন মনোনয়নপত্র। আগামী ডিসেম্বর মাসের ৯ তারিখেই নির্ধারণ হবে তারা চাচা-ভাতিজা এক সাথে ভোট যুদ্ধে অবতীর্ন হবেন কিনা ? এই অপেক্ষায় এলাকার ভোটারেরা।

(এসএএস/এসপি/নভেম্বর ২৯, ২০১৮)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test