E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নওগাঁয় জোড়া লাগানো জমজ শিশুর জন্ম

২০১৮ নভেম্বর ২৯ ১৭:২৮:৫১
নওগাঁয় জোড়া লাগানো জমজ শিশুর জন্ম

নওগাঁ প্রতিনিধি : বৃহস্পতিবার সকাল ৯টা ৪০ মিনিটে নওগাঁর মান্দায় দুই মাথা, চার হাত ও চার পা বিশিষ্ট জোড়া লাগানো অবস্থায় জমজ দুই কন্যা শিশুর জন্ম হয়েছে। 

বর্তমানে প্রসূতিসহ শিশু দুটি সুস্থ রয়েছে বলে জানিয়েছেন ক্লিনিক কর্তৃপক্ষ। উপজেলার ফয়সাল ক্লিনিকে সিজারিয়ানের মাধ্যমে শিশু দুটির জন্ম দেয়া হয়। সংবাদটি ছড়িয়ে পড়লে শিশু দুটিকে এক নজর দেখার জন্য উৎসুক জনতার ভিড় জমে যায় ক্লিনিকে।

ফয়সাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিক জিয়াউর রহমান জিয়া জানান, প্রসব বেদনা নিয়ে উপজেলা চককামদেব গ্রামের সবুজ হোসেন সরদারের স্ত্রী ফরিদা বেগম (২৫) বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ক্লিনিকে ভর্তি হন। অবস্থা সংকটাপন্ন হওয়ায় জরুরী ভিত্তিতে তার অপারেশন করানো হয়।

অপারেশনের মাধ্যমে দুই মাথা, চার হাত ও চার পা বিশিষ্ট জোড়া লাগানো জমজ শিশুর বের করেন চিকিৎসকরা। উন্নত চিকিৎসার জন্য মা ও শিশু দুটিকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে জানান তিনি।

ফয়সাল ক্লিনিকের চিকিৎসক আব্দুস সোবহান জানান, অপারেশনের পর প্রসূতি ও বাচ্চা দুটি সুস্থ রয়েছে। আধুনিক চিকিৎসা ব্যবস্থায় অপারেশনের মাধ্যমে শিশু দুটিকে আলাদা করা সম্ভব।

(বিএম/এসপি/নভেম্বর ২৯, ২০১৮)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test