E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কেন্দুয়ায় কৃষি বিভাগের উদ্যোগে রিপার মেশিন বিতরণ

২০১৮ নভেম্বর ২৯ ১৯:০০:২০
কেন্দুয়ায় কৃষি বিভাগের উদ্যোগে রিপার মেশিন বিতরণ

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি : কৃষি ও কৃষক বান্ধব সরকার শতকরা ৭০ ভাগ ভুর্তকি দিয়ে কেন্দুয়ায় দুটি রিপার মেশিন কৃষকের মাঝে বিতরণ করেছে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-ইমরান রুহুল ইসলাম মেশিন বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন, কৃষি কর্মকর্তা চন্দন কুমার মহাপাত্র, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মশিফুর রহমান খান, উপ সহকারী কৃষি কর্মকর্তা মোফাজ্জল হোসেন ভূঞা, সাইফুর রহমান খান ও কেন্দুয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক সমরেন্দ্র বিশ্বশর্মা প্রমুখ।

১ লাখ ৯০ হাজার টাকা মূল্যের একটি করে রিপার মেশিন ৭০% ভুর্তকি বাদে মেশিন ক্রয় করেন হারুলিয়া গ্রামের কৃষক আসাদুজ্জামান ও নওপাড়া গ্রামের কৃষক আরিফ আহমেদ। আগামী বুরো মৌসুম পর্যন্ত এ রিপার মেশিন বিরতণ চলবে।

কৃষি কর্মকর্তা চন্দন কুমার মহাপাত্র জানান, এই মেশিনের সাহায্যে এক ঘন্টায় ১ লিটার পেট্রোল দিয়ে ১ একর জমির ধানগাছ কাটা যাবে।

(এসবি/এসপি/নভেম্বর ২৯, ২০১৮)

পাঠকের মতামত:

১০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test