E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

তিনি সাংবাদিকতা করেন দেশ, মাটি ও মানুষের জন্য

২০১৮ নভেম্বর ৩০ ১৪:২৩:৩৬
তিনি সাংবাদিকতা করেন দেশ, মাটি ও মানুষের জন্য

নাসিমা আক্তার : নিজের পকেটে টাকা নেই এ নিয়ে কোন চিন্তা বা মাথা ব্যাথাও নেই তার। নিজের কষ্টের কথা কখনই অন্য কাউকে বুঝতে দেননি তিনি। কিন্তু অন্যের মুখে হাসি ফুটলে তার যেন আত্ম তৃপ্তি, সেই যুবক ঢাকা জেলার সাভারের সুনামধন্য একজন সৎ ও নিষ্ঠাবান শিক্ষকের একমাত্র ছেলে তপু ঘোষাল, বিয়েও করেছেন, একটা ছেলেও আছে তার, পেশায় একজন কলম সৈনিক।

তপু ঘোষাল ছোট বেলা থেকেই মানুষ ও পশু-পাখিদের প্রতি তার অকৃতিম ভালবাসা।

গত কয়েক বছর আগে তারা কয়েকজন বন্ধু মিলে ওরা “ক-জন” নামে একটি সংগঠনও করেছিলেন, যাদের কাজ ছিল দুস্থ মানুষদের বিনা মূল্যে স্বাস্থ সেবা দেওয়া। যে ঔষধ গুলি তারা মানুষের মাঝে বিতরন করত, তা ক্রয় করত নিজেদের পকেটের টাকা দিয়ে।

তপু দাদাকে অনেক সময় দেখা যায় সকালে পথ শিশুদের নিয়ে হোটেলে বসে নাস্তা করতে, আবার কখনও বিভিন্ন জায়গায় বসে বেয়ারিস কুকুর গুলিকে খাবার দিতে। আবার দেখা যায় কিন্টার গার্ডেন কিংবা প্রাইমারি স্কুলের সামনে বাচ্চাদের চকলেট দিতে।

আগে মাঝে মধ্যে মানুষটাকে বিভিন্ন অনুষ্ঠানে দেখা গেলেও তার বাবা মারা যওয়ার পর এখন খুব কমই দেখা মেলে তার।

দুর্গাপুজা কিংবা ঈদে নিজের মা, স্ত্রী ও সন্তানের কথা না ভেবে নিজের পকেটের টাকা দিয়ে দুস্থ মানুষদেরকে আজও বিভিন্ন পোশাক এমনকি খাবার পর্যন্ত কিনে দিচ্ছেন এই মানুষটি।

সৎ, প্রতিবাদী ও সাহসী একজন সাংবাদিক তপু দাদা। মানুষের কল্যানে যিনি কাজ করে যাচ্ছেন সবসময়, তিনি সাংবাদিকতা করেন দেশ, মাটি ও মানুষের জন্য। একটি জাতীয় দৈনিক পত্রিকায় সংবাদ দাতা হিসেবে আছেন তপু দাদা, তিনি নিজেও নিউজক্যাম্প২৪.কম নামে একটি অনলাইন নিউজ পোর্টাল এর সম্পাদক।
তার সাংবাদিক গুরু যুদ্ধাপরাধী রাজাকার আলবদর ও তাদের দোসরদের আতংক, কারাবরণকারী প্রতিবাদী সাহসী সাংবাদিক প্রবীর সিকদার, যার আদর্শ নিয়ে আজও পথ চলছে।

(এনএ/এসপি/নভেম্বর ৩০, ২০১৮)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test