E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দিনাজপুরে অধ্যক্ষের বাড়িতে কিশোরী গৃহপরিচারিকার রহস্যজনক মৃত্যু

২০১৮ নভেম্বর ৩০ ১৫:৩৭:১৫
দিনাজপুরে অধ্যক্ষের বাড়িতে কিশোরী গৃহপরিচারিকার রহস্যজনক মৃত্যু

স্টাফ রিপোর্টার, দিনাজপুর : দিনাজপুরে বীরগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষের বাড়ি’র কিশোরী গৃহপরিচারিকার রহস্যজনক মৃত্যু হয়েছে।

ওই গৃহপরিচারিকার মৃতদেহ আজ শুক্রবার সকালে গ্রামের বাড়ি নীলফামারীতে দাফনে বিক্ষুদ্ধ এলাকাবাসী বাঁধা দিলেও পরে স্থানীয় ইউপি চেয়ারম্যানের হস্তক্ষেপে দাফন সম্পন্ন হয়েছে। তবে, ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন জানিয়েছেন, রহস্যজনক মৃত্যু হওয়ায় ওই কিশোরীর অভিভাবক মামলার প্রস্তুতি নিচ্ছে।

দিনাজপুর কোতয়ালী থানা সূত্রে জানা গেছে,দিনাজপুর জেলার বীরগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ খয়রুল ইসলাম চৌধূরী’র দিনাজপুর শহরের সুইহারী এলাকার বাড়ি’র কিশোরী গৃহপরিচারিকা রোখশানা (১৫) এর লাশ বৃস্পতিবার সকাল ১০টায় উদ্ধার করে পুলিশ।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেদওয়ানুল রহিম জানান, বাড়ির একটি ঘরের সেলিং ফ্যানে গলায় ওরনা প্যাচিয়ে আত্মহত্যা করে কিশোরী গৃহপরিচারিকা রোখশানা (১৫)। গৃহকর্তা অবগত করলে পুলিশ লাশ উদ্ধার করতে সক্ষম হয়। এ বিষয়ে একটি ইউডি মামলা হয়েছে। লাশ উদ্ধারের পর ময়না তদন্ত শেষে বৃহস্পতিবার রাতে অভিভাবকেরর কাছে হস্তান্তর করেছে পুলিশ।

এদিকে নীলফামারী জেলা সদরের ১ নং চোওড়া ইউপি’র আরাজী দলুয়া পাড়া গ্রামের মৃত গৃহপরিচারিকা রোখশানা’র অভিভাবকদের দাবী, রোখশানা’র মৃত্যু রহস্যজনক। রোখশানার পিতা রফিকুল ইসলাম ভাকায় রিক্সা চালায়। তিনি মেয়ের মৃত্যুর সংবাদ পেয়ে শুক্রবার সকালে বাড়ি ফিরেছেন। রফিকুল ইসলাম জানান,অধ্যক্ষ খয়রুল ইসলাম চৌধূরী’র বাড়ি থেকে মোবাইলফোনে বৃহস্পতিবার বিকেলে জানানো হয়, রোখশানা খুব অসুস্্য হয়ে পড়েছে। এই খবর পেয়ে তার ছোট মা (বিমাতা) জবেদা দিনাজপুরে গিয়ে জানতে পারে তার মেয়ে মারা গেছে। পরে রাত ৯টায় লাশ নিয়ে নীলফামারীর বাড়িতে ফিরে। রোখশানা’র মা রহিমা মেয়ের মৃত্যুতে আহাজারি করছেন। বলছেন, তার মেয়েকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মৃত রোখশানার এলাকার মানুষ বিক্ষুদ্ধ হয়ে পড়ে। হত্যাকারীদের বিচারের দাবী করে সকালে তারা লাশ দাফনে বাঁধা দেয়। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত এলাকাবাসীকে প্রসমিত করেন। তার উপস্থিতিতে লাশ দাফন সম্পন্ন করেন তিনি। মৃত রোখশাসার পরিবারকে আশ্বাস দেন এব্যাপারে মামলা করার।

এ ব্যাপারে বীরগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ খয়রুল ইসলাম চৌধূরী সাথে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি। তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। ঘনিষ্টজনের পক্ষ থেকে জানানো হয়, তিনি গ্রামের বাড়ি বীরগঞ্জ উপজেলার মরিচা’র চেীধূরী পাড়ায় গিয়েছেন। গৃহপরিচারিকা রোখশানা আত্মহত্যা করার সময় অধ্যক্ষ খয়রুল ইসলাম চৌধূরী কলেজে ছিলেন। তার স্ত্রী ছিলেন,তার কর্মস্থল মাদরাসায়। বাড়িতে এ সময়ে তার এক মেয়ে ছিলো। ছোট মেয়েকে স্কুলে পৌঁছে দেয়ার পর বাড়িতে এসে দরজা লাগিয়ে ঘরে আত্মহত্যা করেছে রোখশানা। এক মাসে আগে রোখশানা ওই বাড়িতে গৃহপরিচারিকার কাজ নেয়।

(এসএএস/এসপি/নভেম্বর ৩০, ২০১৮)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test