E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

ময়মনসিংহ-৩

আ.লীগের প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

২০১৮ নভেম্বর ৩০ ১৭:৫৮:৫৪
আ.লীগের প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪৮, ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীরমুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদের দলীয় মনোনয়ন বাতিল করে নতুন প্রার্থী দেয়ার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে দুই শতাধিক লোকজন। 

শুক্রবার দুপুরে উপজেলার কলতাপাড়া বাজারে ‘আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সর্বস্তরের জনগণ’ লেখা একটি ব্যনারে এই কর্মসূচি পালিত হয়। তবে দলের সিনিয়র নেতা ও স্থানীয় বাসিন্দারা জানান, বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে উপজেলা, পৌর ও ইউনিয়ন আওয়ামী লীগের কোন নেতাকর্মীকে দেখা যায়নি।

স্থানীয় ও দলীয় সূত্রে জানা যায়, ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে ১৬ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করে জমা দেন। মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে আসনটিতে নাজিম উদ্দিন আহমেদকে আওয়ামী লীগের দলীয় প্রার্থীর মনোনয়ন দেয়া।

এদিকে শুক্রবার উপজেলার কলতাপাড়া বাজারে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের পাশে ‘আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সর্বস্তরের জনগণ’ লেখা একটি ব্যানার নিয়ে দুই শতাধিক মানুষ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে নাজিম উদ্দিন আহমেদের মনোনয়ন বাতিলের দাবি করে নতুন প্রার্থী দেয়ার দাবি জানায়। এক পর্যায়ে বিক্ষোভকারীরা মহাসড়ক অবরোধ করলে পুলিশ ঘটনস্থলে এসে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়।

জানতে চাইলে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিধু ভূষন দাস বলেন, আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে দলে কোনো বিরোধ নেই। নৌকার প্রার্থী নাজিম উদ্দিন ভাইকে বিজয়ী করার জন্য আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন ঐক্যবদ্ধ। শোনেছি মনোনয়ন বঞ্চিত জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সামীউল আলম লিটনের সমর্থকরা বহিরাগত লোকজন ভাড়া করে এনে এসব কর্মসূচি করেছে। বিষয়টি আমরা দলের হাই কমান্ডকে জানিয়েছি।

এ বিষয়ে জানতে চাইলে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সামীউল আলম লিটন বলেন, মনোনয়ন বাতিলের মিছিল ও মানববন্ধন কর্মসূচির সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই। দলের প্রতি আমি সবসময় শ্রদ্ধাশীল। কিন্তু একটি পক্ষ আমার রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।

আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নাজিম উদ্দিন আহমেদ বলেন, দলীয় মনোনয়ন নিয়ে বিভ্রান্তি ছাড়ানোর উদ্দেশ্যে এক প্রার্থী গৌরীপুরের বাইরে থেকে লোকজন ভাড়া করে এনে এসব কর্মসূচি করেছে। এখানে উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের কোনো নেতা-কর্মী ছিল না। নৌকার বিজয় ছিনিয়ে আনতে দলীয় নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ। বিজয় সুনিশ্চিত।

(এসআইএম/এসপি/নভেম্বর ৩০, ২০১৮)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test