E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বরিশাল-১

নির্বাচনী মাঠে বিএনপির সোবহান, এলাকায় ঢুকতে পারেননি জহির উদ্দিন স্বপন

২০১৮ নভেম্বর ৩০ ২৩:২৭:৫৫
নির্বাচনী মাঠে বিএনপির সোবহান, এলাকায় ঢুকতে পারেননি জহির উদ্দিন স্বপন

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে আওয়ামী লীগের প্রার্থী হেেয়ছেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান সংসদ সদস্য আবুল হাসানাত আব্দুল্লাহ। এ আসনে দলের কৌশল হিসেবে বিএনপির দুইজন প্রার্থীকে দলের মনোনয়ন দিয়েছে দলটি। শেষপর্যন্ত একজন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করবেন বলে জানিয়েছেন দলের শীর্ষ নেতৃবৃন্দরা।

একাদশ জাতীয় নির্বাচনে মনোনীত প্রার্থীরা হলেন-নবম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান এবং সাবেক এমপি সংস্কারপন্থি নেতা জহির উদ্দিন স্বপন। তারা দুইজনেই মনোনয়নপত্র জমা দিয়েছেন। তবে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান দলীয় নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে নির্বাচনী এলাকার গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলায় পৃথকভাবে তার মনোনয়নপত্র জমা দিলেও অপর মনোনীত প্রার্থী জহির উদ্দিন স্বপন দীর্ঘদিন থেকে নিজ এলাকায় ঢুকতে না পেরে জেলা প্রশাসকের কার্যালয়ে তার মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সূত্রমতে, গত ২৮ নভেম্বর মনোনয়নপত্র জমা দেয়ার শেষদিন বেলা এগারোটায় আগৈলঝাড়া সহকারী রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এসে মনোনয়নপত্র জমা দিয়েছেন ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান। একইদিন বেলা সাড়ে বারোটায় তিনি দলীয় নেতাকর্মীদের নিয়ে গৌরনদীর সহকারী রির্টানিং অফিসার ও পরে জেলা রির্টানিং অফিসারের কাছে তার মনোনয়নপত্র দাখিল করেন।

এসময় তার সাথে আগৈলঝাড়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল লতিফ মোল্লা, সহসভাপতি কবির হোসেন তালুকদার, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান, গৌরনদী উপজেলা বিএনপির সহসভাপতি আনোয়ার সাদাত তোতা, যুবদল নেতা রুহুল আমিন ও বেল্লাল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র দাখিলের পর থেকেই ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান ভোট কেন্দ্র কমিটি গঠন থেকে শুরু করে নির্বাচনকে সামনে রেখে নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে নির্বাচনী এলাকায় মতবিনিময় সভা অব্যাহত রেখেছেন। অপরদিকে জহির উদ্দিন স্বপন দীর্ঘদিন থেকে নিজ নির্বাচনী এলাকায় ঢুকতে না পেরে অতিগোপনে ঢাকা থেকে কতিপয় অনুসারীদের নিয়ে বরিশাল জেলা রির্টানিং অফিসারের কার্যালয়ে তার মনোনয়নপত্র দাখিল করে পূণরায় ঢাকায় চলে গেছেন।

বিএপির অসংখ্য নেতৃবৃন্দরা বলেন, যে নেতা নিজ নির্বাচনী এলাকায় এসে মনোনয়নপত্র দাখিল করতে ভয়পায়, যে তৃণমূল পর্যায়ের নেতাকর্মী থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন রয়েছেন তাকে দিয়ে আর যাই হোক দলের ক্লান্তি লগ্নের নির্বাচনী বৈতরণী পার করা সম্ভব নয়। তৃণমূল নেতারা আরও জানান, ২০০১ সালে এমপি নির্বাচিত হয়েই দলের দুর্দীনের একাধিক নেতাদের বিরুদ্ধে মামলা দিয়ে এলাকাছাড়া করে একসময়ের বাম নেতা জহির উদ্দিন স্বপন ব্যাপক দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে বিশাল বিত্ত বৈভবের মালিক হয়েছেন।

পরবর্তীতে ওয়ান ইলেভেনের সময় নিজের সকল অপকর্ম আড়াল করতে তিনি (স্বপন) জিয়া পরিবারের বিরুদ্ধে মিথ্যাচারের মাধ্যমে প্রভাবশালী সংস্কারপন্থি নেতা হিসেবে আত্মপ্রকাশ করেন। এতে ক্ষুব্ধ হয়ে বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের কাছ থেকে স্বপন জনবিচ্ছিন্ন হয়ে পরায় একাধিকবার তাকে (স্বপন) নিজ এলাকায় প্রতিহত করা হয়েছে।

বিএনপি নেতারা আরও জানান, দীর্ঘদিন পর দলের ক্লান্তি লগ্নে জহির উদ্দিন স্বপন দলের সিনিয়র নেতাদের কাছে ক্ষমা চেয়ে একাদশ জাতীয় নির্বাচনে দলীয় মনোনয়ন চাওয়ার পর দুইজন প্রার্থীর মধ্যে স্বপনকে ড্যামি প্রার্থী হিসেবে মনোনীত করা হয়। এ খবর তৃণমূলে ছড়িয়ে পরলে নেতাকর্মীরা জহির উদ্দিন স্বপনকে নিজ এলাকায় প্রতিহত করার ঘোষণা দেয়ায় নিজ নির্বাচনী এলাকায় তিনি (স্বপন) মনোনয়নপত্র জমা দিতে আসতে পারেননি। নেতাকর্মীদের দাবি, দলের সাথে বেঈমানী করা জহির উদ্দিন স্বপনকে তারা কোন দিনই মেনে নিবেন না।

(টিবি/এসপি/নভেম্বর ৩০, ২০১৮)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test