E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

মামলার প্রতিবাদে অষ্টগ্রামে ছাত্র-শিক্ষকদের বিক্ষোভ

২০১৪ জুলাই ১৯ ১৫:২৯:১৯
মামলার প্রতিবাদে অষ্টগ্রামে ছাত্র-শিক্ষকদের বিক্ষোভ

কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের অষ্টগ্রামে রাস্তায় আগুন জ্বালিয়ে ও ব্যারিকেড দিয়ে বিক্ষোভ করেছেন অষ্টগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্র ও শিক্ষকরা। পল্লীবিদ্যুৎ অফিসের করা মামলার প্রতিবাদে শনিবার বেলা ১১টায় এ কর্মসূচি পালন করেন তারা। বিক্ষোভ মিছিল থেকে মামলা তুলে নেয়াসহ অষ্টগ্রামে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবি জানানো হয়।

গত ১২ জুলাই বিদ্যুতের দাবিতে অষ্টগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্ররা পল্লীবিদ্যুৎ অফিসে হামলা চালিয়ে ভাঙচুর করে। পল্লীবিদ্যুৎ কর্তৃপক্ষ অফিসটি ভাড়া নিয়ে কাজ চালিয়ে আসছিল।

বৃহস্পতিবার বিদ্যালয়ের তিনজন শিক্ষক ও ১২ জন ছাত্রের বিরুদ্ধে কিশোরগঞ্জ আদালতে মামলা করেন বাড়ির মালিক জহিরুল হক শিপার।

মামলায় ৮৩ হাজার ৭০০ টাকা ক্ষতিপূরণ দাবি করা হয়েছে।

মামলার বাদী জানান, ভাড়ার চুক্তিপত্রের শর্ত অনুযায়ী অফিসের ক্ষয়ক্ষতির জন্য তিনি নিজে দায়ী। সে কারণেই তিনি বাদী হয়ে মামলাটি করেছেন।

(ওএস/এস/জুলাই ১৯, ২০১৪)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test