E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

কাপাসিয়ায় রাজ্জাক বিড়ি ফ্যাক্টরীর মালিকানা নিয়ে ষড়যন্ত্র ও প্রতারণার অভিযোগ

২০১৮ ডিসেম্বর ০১ ১৭:০৩:৫৬
কাপাসিয়ায় রাজ্জাক বিড়ি ফ্যাক্টরীর মালিকানা নিয়ে ষড়যন্ত্র ও প্রতারণার অভিযোগ

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কাপাসিয়ার ঐতিহ্যবাহী মেসার্স রাজ্জাক স্পেশাল বিড়ি ফ্যাক্টরীর অংশিদার দাবী করে মালিকানা নিয়ে শের মামুদ গভীর ষড়যন্ত্র ও প্রতারনার আশ্রয় নিচ্ছে বলে অভিযোগ উঠেছে। 

শনিবার (১ ডিসেম্বর) দুপুরে মেসার্স রাজ্জাক বিড়ি ফ্যাক্টরীর প্রতিষ্ঠাতা মরহুম রাজ্জাক মিয়ার দুই পুত্র আঃ রশিদ ও মোঃ শামীম কাপাসিয়া প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলণে এ অভিযোগ করেন।

উপজেলার উত্তর দিগধা গ্রামের মরহুম আঃ রাজ্জাক মিয়ার পুত্র আঃ রশিদ উপস্থিত সাংবাদিকদের জানান, স্বাধীনতা পরবর্তী সময়কাল থেকে শুরু করে তার পিতা বিগত ৪০ বছরে কষ্টার্জিত উপার্জন দিয়ে তিল তিল করে এই বিড়ি ফ্যাক্টরীটি গড়ে তুলেছেন। চাহিদা অনুযায়ী বিড়ির গুনগত মান ঠিক রেখে দীর্ঘদিন যাবত এ এলাকার ধূমপায়ীদের সেবা করে আসছেন। এ অঞ্চলের ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠান গুলোতে মরহুম রাজ্জাক মিয়ার ব্যাপক অবদান রয়েছে।

এছাড়া বিড়ি ফ্যাক্টরীতে এলাকার কয়েক শত বিড়ি শ্রমিক কাজ করে জীবিকা নির্বাহ করছে। রাজ্জাক বিড়ি ফ্যাক্টরী যথাযথ কর্তৃপক্ষের মূল্য সংযোজন কর, টার্ণওভার কর ও কুটির শিল্প তালিকাভূক্ত হয়ে হাল সাল নাগাদ কর পরিশোধ করে আসছেন। কোম্পানীর চাহিদা অনুযায়ী ট্রেজারী চালানের মাধ্যমে বেন্ডরোল সংগ্রহ করে সরকারী নিয়মনীতি মেনে ব্যবসা পরিচালনা করছে। গত দুই বছর আগে কোম্পানীর স্বত্তাধিকারী রাজ্জাক মিয়া মারা যান।

এরপর থেকেই পরিবারের সদস্য চাচা শের মামুদ ভূয়া কাগজপত্র দেখিয়ে ব্যবসার অশিংদার দাবী করে আসছে। সে সম্পূর্ণ অবৈধ ভাবে রাজ্জাক মিয়ার ছবিযুক্ত রেজিষ্ট্রার্ড ট্রেড মার্ক পরিবর্তন করে অন্য নাম ও ছবি যুক্ত করেছে এবং একই ঠিকানায় একই নামে হুবহু ‘রাজ্জাক স্পেশাল বিড়ি ফ্যাক্টরী’ লেভেল ব্যবহার করে বিড়ি তৈরী ও বাজারজাত করার পায়তারা করছে।

এ বিষয়ে ইতিপূর্বে কাপাসিয়া থানায় অভিযোগ, সাধারণ ডায়রীসহ স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও মেম্বারদের হস্তক্ষেপও কামনা করা হয়েছে। কিন্ত রহস্যজনক কারনে কোম্পানীর দাবীদার শের মামুদ তার জাল জালিয়াতি ও প্রতারনার ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। এব্যাপারে রাজ্জাক মিয়ার পরিবারের সদস্যরা এলাকার সুপ্রতিষ্ঠিত বিড়ি ফ্যাক্টরীটির বিরুদ্ধে সকল ষড়যন্ত্রের হাত থেকে রক্ষায় যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। সংবাদ সম্মেলনে পরিবারের সদস্যদের মাঝে উপস্থিত ছিলেন আরিফ হোসেন সরকার, মোঃ রিপন ও মোঃ সবুজ প্রমুখ।

(এসকেডি/এসপি/ডিসেম্বর ০১, ২০১৮)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test