E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গাইবান্ধা জেলা শহরে বিএনপি মহিলা দলের ঝাড়ু মিছিল

২০১৮ ডিসেম্বর ০১ ১৭:০৯:০৪
গাইবান্ধা জেলা শহরে বিএনপি মহিলা দলের ঝাড়ু মিছিল

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধা-২ (সদর) আসনে বিএনপির পরীক্ষিত ত্যাগী নেতাদের বাদ দিয়ে অন্য দল থেকে হঠাৎ আসা নেতাকে দলীয় মনোনয়ন না দেয়ার দাবিতে ঝাড়ু মিছিল। শনিবার জেলা মহিলা দলের ঝাড়ু মিছিলটি স্থানীয় স্বাধীনতা প্রাঙ্গণ থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

মিছিল পূর্ব সমাবেশে বক্তারা বলেন, বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল স্তরের নেতাকর্মীরা জানতে পেরেছেন জেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুর রশিদ সরকারকে গাইবান্ধা-২ (সদর) আসনে বিএনপির পক্ষ থেকে মনোনয়ন দেয়া হয়েছে। বক্তারা এর তীব্র প্রতিবাদ জানান। তারা এ আসনে দলের পরীক্ষিত ত্যাগী নেতা জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি খন্দকার আহাদ আহমেদকে দলীয় প্রার্থী হিসেবে চুড়ান্ত করার দাবি জানান।

সমাবেশে বক্তব্য রাখেন জেলা মহিলা দলের মৌসুমী আকতার তমা, আনোয়ারা বেগম, নার্গিস আকতার, আছমা বেগম প্রমুখ।

উল্লেখ্য, এর আগে মঙ্গলবার জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দও বিএনপির বাইরে অন্য কাউকে দলীয় মনোনয়ন না দেয়ার দাবিতে জেলা বিএনপির কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করে। সমাবেশে নেতৃবৃন্দ ঘোষণা করেন, হঠাৎ করে জেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুর রশিদ সরকারকে গাইবান্ধা-২ (সদর) আসনে বিএনপি প্রার্থী করা হলে তাকে কঠোরভাবে প্রতিহত করা হবে। এমনকি তারা গণপদত্যাগ করার কথা ঘোষণা করে এ আসনে খন্দকার আহাদ আহমেদকে বিএনপি দলীয় প্রার্থী হিসেবে চুড়ান্ত করার দাবি জানান।

বক্তারা বলেন, ‘দলীয় প্রার্থীর বাইরে হঠাৎ করে অন্য দল থেকে উড়ে আসা কাউকে প্রার্থী করলে তা কেউ মেনে নেবে না। গ্রাম বিষয়ক সরকার আনিছুজামান খান বাবু ও সাধারন সম্পাদক মাহামুদুননবী টিটুল, আহাদ এই তিন ত্যাগী নেতাদের বাদ দিয়ে আমাদের সিদ্ধান্ত না মানলে আমরা বিএনপি থেকে গনপদত্যাগ করবো বলেও হুশিয়ারী জানান।

(এসআরডি/এসপি/ডিসেম্বর ০১, ২০১৮)

পাঠকের মতামত:

০৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test