E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘এই কমিশনের অধীনেই নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে’

২০১৮ ডিসেম্বর ০১ ১৭:১৪:৪৮
‘এই কমিশনের অধীনেই নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে’

কুষ্টিয়া প্রতিনিধি : ‘নিরপেক্ষ নির্বাচন হলে আওয়ামীলীগ ৩০টির বেশি আসন পাবে না’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন মন্তব্য প্রসঙ্গে আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, আওয়ামীলীগ কয়টি আসন পাবে কিনা সে বিষয়ে মাথা না ঘামিয়ে মির্জা ফখরুল সাহেব নিজের আসনে জয়লাভ করতে পারবে কিনা সেই বিষয়ে মাথা ঘামান।

মির্জা ফখরুলকে উদ্দেশ্য করে হানিফ আরো বলেন, ঠাকুরগায়ে রমেশ চন্দ্র সেনকে হারিয়ে আপনার জনপ্রিয়তা দেখান।

আজ শনিবার (০১ ডিসেম্বর) দুপুরে কুষ্টিয়া শহরে জেলা আওয়ামীলীগ কার্যালয়ের অডিটোরিয়ামে শহর আওয়ামীলীগের উদ্যোগে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে যৌথ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হানিফ বলেন, এর আগেও বেগম খালেদা এমনই কথা বলে ২০০৮ এ উল্টো তারাই ২৯ সিট পেয়েছিল। আবারও ওই ফলাফলের অপেক্ষা করুন, বড়জোর ৬০ আসন পাবেন।

হানিফ আরো বলেন, বিএনপি প্রতিদিনই বলছেন এই নির্বাচন কমিশনের উপর তাদের আস্থা নেই। তাদের আস্থা জ্বালিয়াতি করে জেতাতে পারে সেই আজিজ মার্কা নির্বাচন কমিশনের উপর। নির্বাচনের ফলাফল নিজেদের পক্ষে গেলে সেই নির্বাচন ভাল আর বিপক্ষে গেলে সেই নির্বাচন খারাপ, এই হলো বিএনপির চরিত্র। হানিফ বলেন এই কমিশনের অধীনেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে, জনগন স্বাধীনভাবে তাদের রায় দেবে এবং সেই রায় আওয়ামীলীগের পক্ষেই আসবে।

কুষ্টিয়া শহর আওয়ামীলীগের সভাপতি তাইজাল আলী খানের সভাপতিত্বে এ বর্ধিত সভায় আরো বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সভাপতি সদর উদ্দিন খান, সিনিয়র সহ সভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান রবিউল ইসলাম, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজগর আলী, সদর উপজেলা আওয়ামীলীগের সাদারন সম্পাদক আক্তারুজ্জামান বিশ্বাস প্রমুখ।

(কেকে/এসপি/ডিসেম্বর ০১, ২০১৮)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test