E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জন্ম নিবন্ধনে বাধা দেয়ায় মাদারীপুরে ইউপি চেয়ারম্যানকে লাঞ্চিত

২০১৮ ডিসেম্বর ০১ ১৭:১৬:৪৫
জন্ম নিবন্ধনে বাধা দেয়ায় মাদারীপুরে ইউপি চেয়ারম্যানকে লাঞ্চিত

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের ডাসারে জন্ম নিবন্ধন করাকে কেন্দ্র করে শনিবার সকাল দশটার দিকে স্থানীয় কয়েক যুবকের সাথে বালিগ্রাম ইউনিয়ন পরিষদের উদ্যোক্তার কথা কাটা-কাটির জের ধরে হামলা-সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় চেয়ারম্যান অফিসের কম্পিউটার, প্রিণ্টার, চেয়ার-টেবিলসহ আসবাবপত্র ভাঙচুর করেছে। এ ঘটনায় চেয়ারম্যানকে লাঞ্চিত করে স্থানীয়রা। এতে আরো অন্তত ১০ জন আহত হয়েছে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শনিবার সকালে কালকিনি উপজেলার বালিগ্রাম ইউনিয়ন পরিষদের অফিসে জন্মনিবন্ধন সংক্রান্ত কাজে আসেন স্থানীয় গোলাম আলী আকন। এসময় পরিষদের উদ্যোক্তা সুকুমার ঘরামী ইন্টারনেট জনিত সমস্যা থাকায় কাজটি বিকেলে করতে চাইলে ঐ ব্যক্তির সাথে কথা কাটাকাটি হয়। পরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন খান প্রতিবাদ করলে কাটাকাটির এক পর্যায়ে গোলাম আলী আকন চেয়ারম্যাননের গায়ে হাত তোলেন।

এ খবর ছড়িয়ে পরলে স্থানীয় গোলাম আলী আকনের লোকজন অতর্কিত হামলা চালায় চেয়ারম্যানের অফিসে। এসময় অফিসের কম্পিউটার, প্রিন্টার, চেয়ার-টেবিল ভাঙচুর করে। এতে ১০ জন আহত হয়। ডাসার থানা পুলিশ ঘটনাস্থলে আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

বালিগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন খান বলেন, ‘স্থানীয় লোকজন নিয়ে আমার অফিসে হামলা চালিয়ে ভাঙচুর করে। আমার সাথে দুর্ব্যবহার করে এবং আমার এক কর্মচারীকে কুপিয়ে জখম করে। এছাড়াও অফিসের কম্পিউটারসহ আসবাবপত্র ভাঙচুর করে স্থানীয় সন্ত্রাসীরা।’

ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম কিবরিয়া বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে আমরা এসেছি। বিষয়টি গুরুত্বে সাথে দেখা হচ্ছে।’

(এস/এসপি/ডিসেম্বর ০১, ২০১৮)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test