E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

লক্ষাধিক টাকায় দুই জনকে ছেড়ে দেওয়ায় ক্ষোভ

আগৈলঝাড়ায় ডিলারসহ চার ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার

২০১৮ ডিসেম্বর ০১ ১৭:২২:৩৭
আগৈলঝাড়ায় ডিলারসহ চার ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বরিশালের আগৈলঝাড়ায় ইয়াবা ডিলারসহ চারজনকে গ্রেফতারের পর লক্ষাধিক টাকার  বিনিময়ে ডিলারসহ দুই জনকে ছেড়ে দেয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। বাকী দুই জনের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেছে। ডিলারকেসহ দুই জনকে ছেড়ে দেয়ায় এলাকায় তোলপার ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। 

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, শুক্রবার রাতে উপজেলা সদরের ফুল্লশ্রী গ্রামের মিথুন মেম্বারে বাড়ির সামনে ইয়াবা বিক্রির করার সময় এসআই জসিম উদ্দিন হালোদার ও এসআই সুজন হালদার চার ইয়াবা ব্যবসায়ীকে ইয়াবাসহ গ্রেফতার করে থানায় নিয়ে যায়।

গ্রেফতার কৃতরা হলেন উপজেলা সদরে ফুল্লশ্রী গ্রামের শাহজাহান হাওলাদারে ছেলে ইয়াবা ডিলার শাওন হাওলাদার (২৮), একই গ্রামের কামাল পাইকের ছেলে আলী হোসেন পাইক (৩০), রফিকুল ইসলাম পাইক (১৯) ও কোটালিপাড়া উপজেলার হরিণাহাটি গ্রামের মৃত আব্দুল আজিজ শিকদারে মেয়ে নিলা ইসলাম (৩২)।

মহিলা মাদকব্যবসায়ী নিলা দীর্ঘদিন ধরে ফুল্লশ্রী গ্রামের আমবৌলা এলাকার মেম্বার মিথুনের মালিকানাধীন ভবনে ভাড়া বাসায় থেকে ইয়াবার ব্যবসা করে আসছিলেন। প্রধান মাদক ব্যবসায়ী শাওন হাওলাদারের পিতা শাহজাহান হাওলাদার প্রভাবশালী হওয়ায় এবং ওই বাসায় পুলিশের একাধিক এসআই ভাড়া থাকায় থানা পুলিশকে ম্যানেজ করে লক্ষাধিক টাকা উৎকোচের বিনিময়ে শনিবার সকালে শাওন ও আলী হোসেন পাইককেও থানা থেকে ছেড়ে দেয়। পরে আটক নিলা ইসলাম ও রফিকুল ইসলাম পাইকের বিরুদ্ধে এসআই জসিম উদ্দিন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করে,যার নং-১।

শনিবার সকালে নীলা ইসলাম ও রফিকুলকে বরিশাল আদালতে প্রেরন করা হয়েছে।

উৎকোচের বিনিময়ে দুইজন ছেড়ে দেয়ার ঘটনা অস্বীকার করে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আফজাল হোসেন বলেন, শাওন হাওলাদার ও আলী হোসেন পাইককে আমরা সোর্স হিসেবে ব্যবহার করেছি। তাই তাদের দু’জনকে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি দুজনের বিরুদ্ধে মামলা নিয়ে আদালতে পাঠিয়েছি।

(টিবি/এসপি/ডিসেম্বর ০১, ২০১৮)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test