E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

পহেলা ডিসেম্বরকে মুক্তিযোদ্ধা দিবসের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন 

২০১৮ ডিসেম্বর ০১ ১৮:১৪:১০
পহেলা ডিসেম্বরকে মুক্তিযোদ্ধা দিবসের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন 

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : জাতীয়ভাবে পহেলা ডিসেম্বরকে মুক্তিযোদ্ধা দিবস ঘোষণার দাবিতে  মানববন্ধন ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় সাতক্ষীরা শহরের (পাকাপোল সড়কে) শহীদ কাজল স্মরণীতে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে এ কর্মসুচি পালিত হয়।

মানববন্ধন চলাকালে মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মুক্তিযোদ্ধা মো. মোশাররফ হোসেন মশু’র সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মুক্তিযোদ্ধা আবুল খায়ের সরদার, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা মো. আবু বক্কার সিদ্দিক, সদর উপজেলা কমান্ডার মুক্তিযোদ্ধা মো. হাসানুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা এ্যাড. মোস্তফা নুরুল আলম, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাতক্ষীরা জেলা শাখার সদস্য সচিব লায়লা পারভীন সেজুঁতি, বীর মুক্তিযোদ্ধা এবি এম আব্দুর রাজ্জাক, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সাতক্ষীরা জেলা শাখার যুগ্ম আহবায়ক মো. রিয়াজুল ইসলাম রিয়াজ প্রমুখ।

বক্তারা বলেন, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। অনেক আত্মত্যাগের বিনিময়ে মুক্তিযোদ্ধারা এ দেশকে স্বাধীন করেছিল। তাদেরকে বাঙ্গালী জাতি আজীবন শ্রদ্ধা ভরে স্মরণ করবে। তাই পহেলা ডিসেম্বরকে মুক্তিযোদ্ধা দিবস হিসেবে ঘোষণা করা হলে জাতির শ্রেষ্ঠ সন্তানদের আত্মার শান্তি পাবে। স্বাধীনতার স্বপক্ষের মানুষের প্রাণের দাবী এ দিবসটি জাতীয়ভাবে ঘোষণা করার দাবী। মানববন্ধন কর্মসুচি শেষে র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা মুিক্তযোদ্ধা সংসদের সাংগঠনিক কমান্ডার আব্দুর রশিদ। সাতক্ষীরা প্রতিনিধি।

(আরকে/এসপি/ডিসেম্বর ০১, ২০১৮)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test