E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নৌকা প্রতীক শুধু অসীম উকিলের নয় আমাদের সকলের : মানিক

২০১৮ ডিসেম্বর ০১ ১৮:৩৫:০০
নৌকা প্রতীক শুধু অসীম উকিলের নয় আমাদের সকলের : মানিক

সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া (নেত্রকোনা) : ‘স্বাধীনতার প্রতীক, বঙ্গবন্ধুর নৌকা প্রতীক শুধু অসীম উকিলের নয়, আপনার আমার সকলের প্রতীক। আগামী ৩০ ডিসেম্বরের নির্বাচনে সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে নৌকা মার্কায় ভোট দিয়ে এক দিকে যেমন অসীম কুমার উকিলকে এম.পি নির্বাচিত করতে হবে, অপরদিকে বঙ্গবন্ধু কন্যা বিশ্ব মানবতার জননী দেশরত্ন শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রীর আসনে অধিষ্টিত করতে হবে।’

কথাগুলো বলেন বঙ্গবন্ধু হত্যার প্রথম প্রতিবাদকারীদের অন্যতম নেতা ঢাকা বারের সাবেক সভাপতি ও নেত্রকোনা - ৩ আসনের আওয়ামীলীগের মনোনয়ন বঞ্চিত বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মো: সাইদুর রহমান মানিক ।

শুক্রবার বিকালে তিনি তার নিজবাড়ি প্রাঙ্গনে কেন্দুয়া উপজেলার দলপা ইউনিয়নের কুনিহাটি গ্রামে আওয়ামীলীগ দলীয় নেতাকর্মী সহ মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি পেশার লোকদের নিয়ে নৌকা মার্কায় ভোট দেয়ার লক্ষ্যে এক মতবিনিময় সভায় তিনি এসবকথা বলেন।

সাইদুর রহমান মানিক বলেন, আমরা নেত্রকোনা-৩ আসনে থেকে মনোনয়ন চেয়েছিলাম ২৪ জন। আমাদের প্রিয় নেত্রী শেখ হাসিনা তার রাজনৈতিক প্রজ্ঞা ও বিচক্ষনতা দিয়ে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে যার হাতে নৌকা তুলে দিয়েছেন তিনিই আমাদের সকলের প্রিয় ও গ্রহণযোগ্য প্রার্থী। এতে কারো মনে কোন বিভেদ না রেখে মনে করতে হবে বঙ্গবন্ধুর নৌকা, স্বাধীনতার নৌকা, বাঙালী জাতির উন্নয়নের নৌকা শুধু অসীম কুমার উকিলের নয় আপনার আমার সকলের প্রতীক নৌকা।

তিনি বলেন, আগামী সংসদ নির্বাচন অস্থিত্বের নির্বাচন, মুক্তিযুদ্ধের পক্ষের বিপক্ষের নির্বাচন, এই নির্বাচন বাচাঁ মরার নির্বাচন। এই নির্বাচনে আমি অসীম কুমার উকিলের উদ্দেশে বলতে চাই, তিনি যেন তার রাজনৈতিক প্রজ্ঞা ও দূরদর্শিতা দিয়ে সকল মনোনয়ন বঞ্চিতদের একত্রিত করে নৌকার বিজয়ে আগামীর সুন্দর পথ চলেন। প্রতিটি কেন্দ্র কমিটিতে যেন কেউ বাদ না পড়ে। সকল মনোনয়ন প্রত্যাশীদের মতামতের ভিত্তিতেই একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে আমরা নৌকার বিজয় নিশ্চিত করতে চাই।

সাবেক ছাত্রলীগ নেতা এডভোকেট শাহরিয়ার কবীর মোশারফের পরিচালনায় মত বিনিময় সভায় আরো বক্তব্য রাখেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-২, সাবেক ইউপি চেয়ারম্যান সালমা আক্তার, কেন্দুয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মো: বজলুর রহমান, এডভোকেট মতিউর রহমান ভূঞা, সাবেক ছাত্রলীগ নেতা ও মাসকা ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুস ছালাম বাঙ্গালী, গন্ডা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পদাক এডভোকেট জহিরুল ইসলাম সুমন, আওয়ামীলীগ নেতা আব্দুল হান্নান আজাদ, কেন্দুয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক সমরেন্দ্র বিশ্বশর্মা, আওয়ামীলীগ নেতা আতিকুর রহমান তালুকদার চুন্নু, উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পদাক মোস্তাক আহমেদ, সাবেক ছাত্রলীগ নেতা আলী হোসেন প্রমুখ।

মত বিনিময় সভায় বক্তারা বলেন, প্রার্থী নয়, নৌকা মার্কা দেখেই আমরা ভোট দিয়ে অসীম কুমার উকিলকে বিজয়ী করব। এজন্য সকল ভেদাভেদ ভুলে গিয়ে সবাই মনে করবেন বঙ্গবন্ধু আমার আদর্শ, শেখ হাসিনা আমার নেতা এবং নৌকা আমার প্রতীক। মতবিনিময় সভা শেষে বলাইশিমুল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আমিনুর রহমান আমিন, যুবদল বলাইশিমুল ওয়ার্ডের সাধারন সম্পাদক একলাছ মিয়া ও বি.এন.পি কর্মী সাইকুল ইসলাম সাইদুর রহমান মানিকের ভালবাসা পেয়ে আওয়ামীলীগের যোগদান করেন।

(এসবি/এসপি/ডিসেম্বর ০১, ২০১৮)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test