E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আ.লীগ প্রার্থীর সমর্থকদের রেলপথ অবরোধ

২০১৮ ডিসেম্বর ০৬ ১৪:৫৭:০২
আ.লীগ প্রার্থীর সমর্থকদের রেলপথ অবরোধ

স্টাফ রিপোর্টার : প্রার্থিতা নিশ্চিত করার দাবিতে নাটোরের বাগাতিপাড়ায় রেলপথে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন আওয়ামী লীগ প্রার্থী শহিদুল ইসলাম বকুলের সমর্থরা। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে দলে দলে মানুষ বাগাতিপাড়ার মালঞ্চি রেল স্টেশনের আশপাশে জড়ো হয়ে রেলপথে অবস্থান নিয়ে বিক্ষোভ করে।

ঘণ্টাব্যাপী অবস্থনকালে বকুলের সমর্থকরা বিভিন্ন স্লোগান দেন এবং প্রার্থিতা নিশ্চিত করার দাবি জানান। পরে দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ অবস্থানকারীদের সরিয়ে দেয়। এরপরই একটি মালবাহী ট্রেন স্টশনে পৌঁছালে ট্রনটি আটকে রেখে পুনরায় অবরোধ করে বিক্ষাভকারীরা। এ রিপোর্ট লেখা পর্যন্ত ট্রেনটি মালঞ্চি স্টেশনে আটকা রয়েছে।

অপরদিকে নির্বাচনী আচরণ বিধি ভঙ্গের দায়ে শহিদুল ইসলাম বকুলকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন সহকারী রিটার্নিং অফিসার।

উল্লেখ্য, নাটোরের লালপুর ও বাগাতিপাড়া উপজেলা নিয়ে গঠিত নাটোর-১ আসনে আওয়ামী লীগ সাবেক সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত কর্নেল রমজান আলী ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বকুলকে মনোনয়ন দেয়। এ নিয়ে এলাকায় উভয় পক্ষের সমর্থকদের মাঝে চাপা উত্তেজনা বিরাজ করছে।

(ওএস/অ/ডিসেম্বর ০৬, ২০১৮)

পাঠকের মতামত:

১৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test