E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গোবিন্দগঞ্জ আসনে বিএনপির চূড়ান্ত প্রার্থী ফারুক কবির 

২০১৮ ডিসেম্বর ০৮ ১৬:১৫:৫১
গোবিন্দগঞ্জ আসনে বিএনপির চূড়ান্ত প্রার্থী ফারুক কবির 

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩২, গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনে বিএনপির চূড়ান্ত ধানের শীষ মার্কার প্রার্থী গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সদ্য পদত্যাগকারী  উপজেলা চেয়ারম্যান ফারুক কবির আহমদ।

শুক্রবার বিকেল সাড়ে ৫ টার দিকে গুলশান বিএনপি কার্যালয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সারা দেশে বিএনপির প্রার্থীদের নাম ঘোষণা কালে তাঁর নাম ঘোষণা করেন। এসময় বিএনপি মহাসচিব সারা দেশে ২০৬টি আসনে বিএনপির চূড়ান্ত প্রার্থী ঘোষণা করেন।

গোবিন্দগঞ্জ উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নের পারগয়রা গ্রামের মৃত প্রাক্তন ইউপি চেয়ারম্যান আব্দুল মালেকের ছেলে ফারুক কবির আহমদ ১৯৭২ সালের পহেলা জুলাই জন্ম গ্রহণ করেন। তিনি বিএনপির সাবেক সংসদ সদস্য মরহুম সিরাজুল ইসলাম বুদু মিয়ার ভাতিজা। ফারুক কবির আহমদ ১৯৯০ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অবস্থায় বিএনপির চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়ার উপস্থিতিতে ছাত্রদলে যোগদান করেন। এরপর ১৯৯১ সালে উপজেলা ছাত্রদলের সহ সভাপতি নির্বাচিত হন।

পরবর্তীতে ১৯৯৩ সালে গোবিন্দগঞ্জ উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে ১৯৯৭ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। ১৯৯৮ সালে উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক নির্বাচন হন। তিনি ২০০৩ সালে উপজেলা বিএনরি যুগ্ম আহবায়ক নির্বাচিত হন। পরে ২০০৭ সালে তিনি কাউন্সিলদের প্রত্যক্ষ ভোটে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে অদ্যবধি দায়িত্ব পালন করছেন।

বর্তমানে তিনি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও গাইবান্ধা জেলা বিএনপির সহ সভাপতির দায়িত্ব পালন করছেন। তিনি পরপর তিনবার গুমানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। পরবর্তীতে ২০১৪ সালে ১৯ শে ফেব্রুয়ারি অনুষ্ঠিত চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করে বিপুল ভোটে জয়লাভ করে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন।

আসন্ন নির্বাচনে গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনে বিএনপির প্রার্থী হিসেবে ফারুক কবির আহমদ মনোনয়ন পাওয়ায় এলাকায় নেতা-কর্মীরা উজ্জিবিত। তারা ঘোষনা শোনার পর পরই মিষ্টি বিতরন করে।

(এসআরডি/এসপি/ডিসেম্বর ০৮, ২০১৮)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test