E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জামালপুরে বিএনপির মনোনয়ন পেলেন হেভিওয়েট চার প্রার্থী 

২০১৮ ডিসেম্বর ০৮ ১৬:২৫:২৯
জামালপুরে বিএনপির মনোনয়ন পেলেন হেভিওয়েট চার প্রার্থী 

জামালপুর প্রতিনিধি : জামালপুরের ৫টি আসনের মধ্যে ৪টি আসনে দলীয় প্রার্থীর মনোনয়ন ঘোষনা করেছে কেন্দ্রীয় বিএনপি। শুক্রবার সন্ধায় বিএনপির চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর এ ঘোষণা করেন। রাত ২টায় চুড়ান্ত মনোনয়ন পাওয়া প্রার্থীরা চিঠি হাতে পেয়েছেন। 

জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকসীগঞ্জ) আসনের মনোনয়ন স্থগিত রয়েছে। মনোনয়ন পাওয়া হেভিওয়েট চার প্রার্থী হলেন, জামালপুর-৫ (সদর) আসনে অ্যাডভোকেট ওয়ারেছ আলী মামুন, জামালপুর- (সরিষাবাড়ী) আসনে ফরিদুল কবির তালুকদার শামীম, জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে মোস্তাফিজুর রহমান বাবুল, জামালপুর-২ (ইসলামপুর) আসনে সুলতান মাহমুদ বাবু বিএনপির চুড়ান্ত মনোনয়ন পেয়েছেন।

অ্যাডভোকেট ওয়ারেছ আলী মামুন : জামালপুর-৫ (সদর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শাহ্ মো: ওয়ারেছ আলী মামুন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারন সম্পাদকের দ্বায়িত্ব পালন করছেন। তিনি জামালপুর পৌরসভার দুই দুইবার নির্বাচিত মেয়র। মেয়রের দায়িত্ব থাকাকালীন জামালপুর পৌরসভার রাস্তাঘাট, ড্রেনেজ কালভার্ট ও শহরের সৌন্দর্যবর্ধন করে পৌরবাসীর মনজয় করে নেন। জামালপুর পৌরসভাকে উন্নয়নের রোল মডেলে রুপান্তর করায় পৌর এলাকাসহ সদর উপজেলায় তৃণমুল মানুষের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে বিএনপির এই প্রার্থী। আওয়ামীলীগের প্রার্থী শিল্পপতি ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেনের সাথে ভোটের লড়াইয়ে অংশ নিচ্ছেন।

ফরিদুল কবির তালুকদার শামীম : জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ফরিদুল কবির তালুকদার কেন্দ্রীয় বিএনপির সাবেক সদস্য ও জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছেন। সে বিএনপির সাবেক মহাসচিব মরহুম ব্যারিষ্টার আব্দুস সালাম তালুকদারের ভাতিজা। তিনি সরিষাবাড়ী পৌরসভার মেয়র ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। র্দীঘদিন জনপ্রতিনিধির দায়িত্বপালকরায় নির্বাচনী এলাকার মানুষের মধ্যে ব্যাপক জনপ্রিয়। আওয়ামীলীগের প্রার্থী সাবেক এমপি ডাঃ মুরাদ হাসানের সাথে ভোটযুদ্ধে মাঠে নামছেন তিনি।

মোস্তাফিজুর রহমান বাবুল : জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন মোস্তাফিজুর রহমান বাবুল। তিনি স্বৈরাচার বিরোধী গণ আন্দোলনের সময় কেন্দ্রীয় ছাত্র ইউনিয়নের সভাপতি ছিলেন। গণ আন্দোলনের চার নায়কের অন্যতম ছিলেন তিনি। পরে বিএনপিতে যোগ দিয়ে বর্তমানে কেন্দ্রীয় বিএনপির জলবায়ু বিষয়ক সম্পাদক ও মেলান্দহ উপজেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছেন। ক্লীন ইমেজের নেতা হিসেবে নির্বাচনী এলাকায় পরিচিতি রয়েছে। আওয়ামীলীগের হেভিওয়েট প্রার্থী বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজমের সাথে ভোটের ময়দানে মাঠে থাকবেন।

সুলতান মাহমুদ বাবু : জামালপুর-২ (ইসলামপুর) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন সুলতান মাহমুদ বাবু। ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির টিকিটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। একসময় ঢাকা বিশ্ববিদ্যলয়ে ছাত্রলীগের নেতা ছিলেন। বিএনপিতে যোগদান করে বিএনপির মনোনয়নে ৩টি জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেন। কেন্দ্রীয় বিএনপির সাবেক সদস্য ও বর্তমানে ইসলামপুর উপজেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছেন। সংসদ সদস্য থাকাকালে নির্বাচনী এলাকায় ব্যাপক উন্নয়ন করে অর্জন করেছেন জনপ্রিয়তা। চরাঞ্চলে রয়েছে নিজস্ব ভোটব্যাংক। এবারও ভোটের লড়াইয়ে চির প্রতিদ্বন্দ্বি আওয়ামীলীগের প্রার্থী বর্তমান সংসদ সদস্য ফরিদুল হক খান দুলালের সাথে অংশ নিচ্ছেন।

(আরআর/এসপি/ডিসেম্বর ০৮, ২০১৮)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test