E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

মদনে বসত বাড়িতে হামলা-ভাংচুর, নারীসহ আহত ২০

২০১৮ ডিসেম্বর ০৮ ১৮:১২:২৪
মদনে বসত বাড়িতে হামলা-ভাংচুর, নারীসহ আহত ২০

মদন (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার মদনে পূর্বশত্রুতার জের ধরে ১৩টি বসত বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ সময় হামলায় অন্তত ২০জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। গুরুতর আহত ফজর আহম্মদ, সুখু মিয়া, সাফায়েত, শহীদ মিয়া ও  মোশারফকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। 

আহত সজীদ মিয়া, ঝরনা আক্তার, জাহাঙ্গীর মিয়াকে মদন স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। বাকী আহত খোকন, স্বপন, হিরণ, নজরুল, আল্লাদ, শহীদুল ইসলাম, জাহার উদ্দীন, হাজী রহমান, ফজলু রহমান, ময়না আক্তার, নজরুল মিয়া,মুক্তা আক্তারকে স্থানীয় পল্লী চিকিৎসকের চিকিৎসাধীন রয়েছে।

শনিবার দুপুরে উপজেলার নায়েকপুর ইউনিয়নে আলশ্রী গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এ সংবাদ পেয়ে সরজমিনে ঘটনা স্থল পরিদর্শনে গেলে, জয়নাল, শুক্কর মিয়া, ফজর রহমান, মঞ্জিল, হেলিম, লিয়াকত আলী, আয়নাল হক, স্বপন, লতিফ মিয়া, খায়রুল, রফিকুল ইসলাম, লতিবের বসত ঘর ভাংচুর করে নগদ টাকা, স্বর্ণালংকার ও অন্যান্য ৫ লক্ষাধিক টাকার মালামাল লুটপাট করে নিয়ে গেছে প্রতিপক্ষ কামরুল গ্রুপের লোকজন বলে ক্ষতিগস্ত্র পরিবারের সদস্যরা অভিযোগ করেন।

এ সময় ক্ষতিগ্রস্ত হেলেনা আক্তার,মুক্তা আক্তার , খোকন,স্বপন,হিরণ,নজরুল,আল্লাদ ও শহীদুল ইসলাম অভিযোগ করে বলেন , কামরুল, লুৎফর রহমান, ফারুকের নেতৃত্বে শতাধিকলোক ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে হঠাৎ আমাদের বসত ঘরে প্রবেশ করে লোকজনের উপর আক্রমণ চালিয়ে, নগদ টাকা,স্বর্ণালংকার ও অন্যান্য মালামালসহ প্রায় ১০ লক্ষাধিক টাকা লুটপাট করে নিয়ে যায়। এসময় তাদের ধারালো অস্ত্রের আঘাতে অন্তত ২০/২৫ জন আহত হয়েছেন।

এ ব্যাপারে মদন থানার ওসি মোঃ রমিজুল হক জানান, সংঘর্ষের খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (খালিয়াজুড়ি সার্কেল) জামাল উদ্দিন কে নিয়ে ঘটনা স্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রন করি। তবে হামলা ও লুটপাটের ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, মদন ও তাড়াইল উপজেলা সংঘর্ষের ঘটনা নিষ্পত্তিকে কেন্দ্রকরে কামরুল ও বেবুল গ্রুপের পূর্ব সংঘর্ষ ঘটলে এরই জের ধরে শনিবার এই হামলা ও লুটপাটের ঘটনা ঘটে।

প্রতিপক্ষ কামরুল, লুৎফুর রহমানের বাড়িতে গেলে তাদের না পাওয়ায় তাদের বক্তব্য দেয়া সম্ভব হয়নি।

(এএমএ/এসপি/ডিসেম্বর ০৮, ২০১৮)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test