E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘নেতাকমীরা ঐক্যবদ্ধ থাকলে আ. লীগকে পরাজিত করার শক্তি কারো নেই’

২০১৮ ডিসেম্বর ০৮ ১৮:৫৫:১১
‘নেতাকমীরা ঐক্যবদ্ধ থাকলে আ. লীগকে পরাজিত করার শক্তি কারো নেই’

শেখ আহসানুল করিম, বাগেরহাট : বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের খুলনা বিভাগীয় সম্মন্নয়কারী শেখ হেলাল উদ্দিন এমপি বলেছেন, আমরা এক থাকলে, ঘর ঠিক থাকলে, নেতাকমীরা ঐক্যবদ্ধ থাকলে ইনশাআল্লাহ বাংলাদেশে আওয়ামী লীগকে পরাজিত করার শক্তি কারও নেই।

তিনি বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন আমাদের জন্য কঠিন নির্বাচন। এই নির্বাচনে জয়ী হলে আমরা টিকে থাকবো, না হলে আমরা কেউ থাকবো না। দেশ আজ দুটি ভাগে বিভক্ত। এক ভাগে রয়েছেন শেখ হাসিনা আর আওয়ামী লীগের নেতৃত্বে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। অন্যপক্ষে রয়েছে বিএনপির নেতৃত্বে স্বাধীনতাবিরোধী শক্তি। আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা বার্তা নিয়ে এসেছি। তা হলো, ৩০ ডিসেম্বরের নির্বাচনে সবকিছু ভুলে ঐক্যবদ্ধ হয়ে নৌকা প্রতীককে জেতাতে হবে। সবাইকে মনে রাখতে হবে, আপনি নৌকায় ভোট দিচ্ছেন মানে শেখ হাসিনাকে ভোট দিচ্ছেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলের প্রার্থীকে নয়- আপনারা আওয়ামী লীগের নৌকা প্রতিকে ভোট দিবেন। আওয়ামী লীগ সভানেত্রী যাকে মনোনয়ন দিয়েছেন, সকল ভেদাভেদ ভুলে তাকেই বিজয়ী করতে হবে। নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। দলীয় নেতাকর্মীরা এক থাকলে বাগেরহাট- ৪ আসনে বিজয় ধরে রাখা সম্ভব হবে।

শনিবার বিকালে বাগেরহাট ষ্টেডিয়ামের অনুষ্ঠিত বাগেরহাট- ৪ ( মোরেলগঞ্জ ও শরণখোলা) আসনের আওয়ামী লীগের নেতৃবৃন্দের নিয়ে বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় শেখ হেলাল এমপি আরও বলেন, প্রাচীন ও বড় দল হিসেবে আওয়ামী লীগ থেকে অনেকেই মনোনয়ন চাইতে পারেন। এটা খারাপ কিছু নয়। কিন্তু সবাইকে মনোনয়ন দেওয়া সম্ভব নয়। স্বাভাবিকভাবেই অনেকেই মনোনয়ন পাননি। এটাকে যদি কেউ খারাপভাবে নেন, তাহলে সেটা ভালো রাজনীতি হবে না। যিনিই মনোনয়ন পান, আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো নৌকার পক্ষে। আমরা এক থাকলে, ঘর ঠিক থাকলে, দল ঠিক থাকলে ইনশাআল্লাহ বাংলাদেশে আওয়ামী লীগকে মোকাবিলা করার শক্তি কারও নেই।

তিনি বলেন, বড় দলে গ্রুপিং থাকবেই। তাই বলে দলের প্রয়োজনের সময় আপনারা কেউ ভুল সিদ্ধান্ত নেবেন না। নেত্রী আমাদের শেষ আস্থার জায়গা। উনি যে নির্দেশ দেবেন, আমরা সেটা বাস্তবায়ন করবো। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে আপনারা ভালো থাকবেন। আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে দেশ ভালো থাকবে না। তাই নৌকাকে বিজয়ী করে আপনারা আওয়ামী লীগকে আবার ক্ষমতায় নিয়ে আসবেন। আওয়ামী লীগ সরকারের আমলেই দেশে তথা দক্ষিণাঞ্চলের ব্যাপক উন্নয়ন হয়েছে। বিগত ১০ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সর্বক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন করেছে। ঘরে-ঘরে গিয়ে আওয়ামী লীগ সরকারের উন্নয়নের চিত্র সাধারণ ভোটারদের কাছে তুলে ধরতে হবে। সাধারণ মানুষকে বোঝাতে হবে, দেশের উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগের কোন বিকল্প নেই।

আওয়ামী লীগের বর্ধিতসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা এস এম কামাল হোসেন, আমিরুল আলম মিলন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও বাগেরহাট- ৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী ডা. মোজাম্মেল হোসেন এমপি, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান শেখ কামরুজ্জামান টুকু, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ, শরণখোলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়াম্যান কামাল উদ্দিন আকন, মোড়েলগঞ্জ পৌরসভার মেয়র মনিরুল হক তালুকদার, সাবেক পুলিশের অতিরিক্ত মহা পরিদর্শক আব্দুর রহিম খান, মোড়েলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক প্রমূখ।

(এসএকে/এসপি/ডিসেম্বর ০৮, ২০১৮)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test