E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শরণখোলার ৪৫০ মুক্তিযোদ্ধার নৌকার পক্ষে একাত্মতা ঘোষণা 

২০১৮ ডিসেম্বর ০৮ ১৯:০২:১২
শরণখোলার ৪৫০ মুক্তিযোদ্ধার নৌকার পক্ষে একাত্মতা ঘোষণা 

বাগেরহাট প্রতিনিধি : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের অপতৎপরতা রুখতে নৌকার পক্ষে ঐক্যবদ্ধের ঘোষণা করেছেন বাগেরাটের শরণখোলার মুক্তিযোদ্ধারা। 

শনিবার দুপুরে উপজেলার ৪৫০জন মুক্তিযোদ্ধা এক সমাবেশে উপস্থিত হয়ে এ ঘোষনা দেন। এসময় মুক্তিযোদ্ধারা বলেন, শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের যে সম্মান দিয়েছেন সেজন্য তাঁর কাছে আমরা ঋণী। সেই ঋণ আমরা দলমত নির্বিশেষে আগামী ৩০ ডিসেম্বর নির্বাচনের মাধ্যমে শোধ করতে চাই। স্বাধীনতার শত্রুরা যাতে এদেশে আর ক্ষমতায় আসতে না পারে তার জন্য মুক্তিযোদ্ধারা সার্বক্ষণিক মাঠে থাকবে।

এসময় আওয়ামী লীগ প্রার্থী বাগেরহাট-৪ আসনের নৌকার প্রার্থী ডা. মোজাম্মেল হোসেন মোবাইল ফোনের মাধ্যমে সমাবেশে অংশগ্রন করেন। নৌকার পক্ষে ঐক্যবদ্ধ হওয়ায় উপস্থিত মুক্তিযোদ্ধাদে প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শরণখোলা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে সাবেক কমান্ডার এমএ খালেক খানের সভাপতিত্বে মুক্তিযোদ্ধাদের সমাবেশে বক্তব্য রাখেন, রায়েন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন, সাবেক ডেপুটি কমান্ডার হেমায়েত উদ্দিন বাদশা, মুক্তিযোদ্ধা আবু জাফর জব্বার, আ. মালেক জমাদ্দার, আ. ছালাম খান, মো. আসগর আলী, মো. গাউস ফারুকী, হারুন অর রশিদ খান প্রমুখ ।

(এসএকে/এসপি/ডিসেম্বর ০৮, ২০১৮)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test