E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রাণীশংকৈলে বেগম রোকেয়া দিবস পালিত

২০১৮ ডিসেম্বর ০৯ ১৫:১৩:৩০
রাণীশংকৈলে বেগম রোকেয়া দিবস পালিত

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁয়ের রাণীশংকৈল উপজেলা মহিলা বিষয়কের উদ্যোগে ও উপজেলা প্রশাসন ইএসডিওসহ কয়েকটি এনজিওর সহযোগিতায় আন্তজার্তিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়।

রবিবার এ উপলক্ষে উপজেলা পলিষদ চত্বর হতে র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান ফটক প্রদক্ষিণ করে পুনরায় সে স্থানে গিয়ে শেষ হয়। পরে উপজেলা হল রুমে জয়িতাদের সম্বর্ধনা দেওয়ার পরে আলোচনা সভা অনূষ্ঠিত হয়।

সভায় সহকারি কমিশনার ভূমি সোহাগ চন্দ্র সাহা’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা বেগম । স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক কর্মকর্তা আবিদা সুলতানা প্রেস ক্লাব সভাপতি মোবারক আলী মুক্তিযোদ্ধা হবিবর রহমান জয়িতা ইউপি সদস্য নাসিমা হক।

এসময় ৫জন নারীকে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় জয়িতা অন্বেষন ক্রেস প্রদান করা হয়। অপরদিকে একই অনূষ্ঠানে ডিগ্রি কলেজের কয়েকজন শিক্ষার্থীদের নিয়ে দায়সারা ভাবে দূনীতি প্রতিরোধ দিবস পালন করেন সভাপতি অধ্যক্ষ আব্দুল কুদ্দুস সম্পাদক প্রভাষক প্রশান্ত বসাক।

(কেএএস/এসপি/ডিসেম্বর ০৯, ২০১৮)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test