E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বিএনপি মনোনয়ন পরিবর্তন, প্রতিবাদে হিরণ সমথর্কদের বিক্ষোভ 

২০১৮ ডিসেম্বর ০৯ ১৬:৫০:৫১
বিএনপি মনোনয়ন পরিবর্তন, প্রতিবাদে হিরণ সমথর্কদের বিক্ষোভ 

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : একাদশ সংসদ নির্বাচনে ১৪৮, ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে বিএনপির চূড়ান্ত প্রার্থী তালিকায় নাম ঘোষণার পর আহাম্মদ তায়েবুর রহমান হিরণের নাম বাদ দিয়ে প্রকৌশলী এম ইকবাল হোসাইনকে মনোনয়ন দেয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে হিরণ সমর্থকরা। শনিবার গৌরীপুর পৌর শহরের উত্তরবাজার এলাকায় এই কর্মসূচি পালিত হয়। এ ঘটনার পর থেকে বিএনপি নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয় ও দলীয় সূত্রে জানা গেছে, ময়মনসিংহ-৩ আসনে বিএনপির তিনজন প্রার্থীকে মনোনয়নের চিঠি দেয়া হয়। তারা হলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আহাম্মদ তায়েবুর রহমান হিরণ, ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর সিনিয়র সহসভপতি ডা. আব্দুস সেলিম, বিএনপির নির্বাহী কমিটির সদস্য প্রকৌশলী এম. ইকবাল হোসাইন। গত শুক্রবার বিকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২০৬ আসনে বিএনপি চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করেন। ওই তালিকায় ময়মনসিংহ-৩ আসনে বিএনপির প্রার্থী হিসাবে আহাম্মদ তায়েবুর রহমান হিরণের নাম ঘোষণা করা হয়। এমনকি গণমাধ্যমে প্রকাশিত বিএনপির চূড়ান্ত প্রার্থী তালিকায় হিরণের প্রকাশিত হয়।

এদিকে শুক্রবার রাতে বিএনপি প্রার্থী হিরণের দলীয় মনোনয়ন বাতিল করে নতুন প্রার্থী হিসাবে প্রকৌশলী এম. ইকবাল হোসাইনকে মনোনয়ন দেয়া হয়েছে এমন খবর ছড়িয়ে পড়লে ক্ষোভে ফেঁটে পড়ে হিরণ সমর্থকরা। মনোনয়ন বাতিলের প্রতিবাদ ও হিরণকে বিএনপি প্রার্থী করার দাবিতে শনিবার পৌর শহরের উত্তরবাজারে বিক্ষোভ মিছিল করে মানববন্ধন কর্মসূচী পালন করে। এক পর্যায়ে বিক্ষুব্ধ নেতা-কর্মীরা সড়কের ওপর শুয়ে পড়ে বিক্ষোভ করেন।

আহাম্মদ তায়েবুর রহমান হিরণ বলেন, দেশের একটি প্রভাবশালী পত্রিকার সম্পাদক ও বিশিষ্ট একজন শিল্পপতি তদবির করে আমার মনোনয়ন বাতিল করে ইকবাল হোসেনকে মনোনয়ন পাইয়ে দিয়েছেন। বিষয়টি নিয়ে নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক হতাশা বিরাজ করছে।

শনিবার দুপুরে যোগযোগ করা হলে বিএনপির নির্বাহী কমিটির সদস্য প্রকৌশলী এম ইকবাল হোসাইন মুঠোফোনে বলেন, বিএনপির মনোনয়ন পেয়েছি। আমি এখন পার্টি অফিসে আছি। পরে কথা বিস্তারিত বলবো।

(এসআইএম/এসপি/ডিসেম্বর ০৯, ২০১৮)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test