E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাতক্ষীরার দশ নারী শ্রেষ্ঠ জয়িতা

২০১৮ ডিসেম্বর ০৯ ১৮:৩৯:১৪
সাতক্ষীরার দশ নারী শ্রেষ্ঠ জয়িতা

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সমাজের বিভিন্ন স্তরে সফলতার স্বীকৃতি হিসাবে জেলার দশ নারীকে শ্রেষ্ঠ জয়িতার  সংবর্ধনা দেওয়া হয়েছে। 

রবিবার সকাল ১১টায় সাতক্ষীরায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাদের হাতে সম্মাননা পুরস্কার তুলে দেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তারাময়ী মুখার্জী।

এর আগে সাতক্ষীরা সদর উপজেলা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অনিন্দিতা রায় বলেন জয়িতারা সমাজে আলোর পথ দেখিয়েছেন। তাদের অনুসরণ করে নারীদের এগিয়ে যেতে হবে ।

তিনি বলেন, বেগম রোকেয়া সামাজিক বৈষম্য দুরীকরনে কাজ করে গেছেন। আমাদের প্রত্যেককে বেগম রোকেয়ার পথ বেয়ে চলতে হবে বলে মন্তব্য করেন তিনি।

শ্রেষ্ঠ জয়িতার সম্মাননা প্রাপ্তরা হলেন- অর্থনৈতিক সাফল্য অর্জনকারী তালার ভায়ড়া গ্রামের মমতাজ বেগম, শিক্ষা বিস্তার ও নারী শিক্ষায় বিশেষ অবদানের জন্য আশাশুনি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুনাহার, সফল জননী কামার বায়সা গ্রামের জাহানারা খাতুন, শ্যামনগরের নকিপুরের প্রতিবন্ধী অষ্টমী মালো, সমাজ উন্নয়নে তালার শিরাশুনির গুলশান আরা খাতুন, পেশায় সাফল্য অর্জনকারী শহরের কাটিয়ার আম্বিয়া সুলতানা, চাকুরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী সোনারডাঙ্গা গ্রামের মনিরা খাতুন, নির্যাতনের বিভীষিকা মুছে ঘুরে দাঁড়ানো বেনেরপোতার শরিফা খাতুন, ও সমাজ উন্নয়নে অবদান রাখা বালিয়াডাঙ্গা গ্রামের শহরবানু । তাদের সবার হাতে তুলে দেওয়া হয় সম্মাননাপত্র ও ক্রেষ্ট।

এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি সুভাষ চৌধুরী , সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম , স্বাস্থ্য কর্মকর্তা জগদীশ হাওলাদার প্রমুখ।

(আরকে/এসপি/ডিসেম্বর ০৯, ২০১৮)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test