E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

কুষ্টিয়ায় সাব-রেজিষ্ট্রার অফিসের দলিল লেখকদের ওপর হামলা, আহত ২

২০১৮ ডিসেম্বর ০৯ ২২:৫৬:০৮
কুষ্টিয়ায় সাব-রেজিষ্ট্রার অফিসের দলিল লেখকদের ওপর হামলা, আহত ২

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে চাঁদা না দেওয়ায় সাব-রেজিষ্ট্রার অফিসের দলিল লেখকদের ওপর হামলা চালিয়েছে দূবৃর্ত্তরা। হামলায় ২জন দলিল লেখক আহত হয়েছেন। 

রবিবার বেলা সাড়ে ১১টায় দিকে দৌলতপুর উপজেলা পরিষদ চত্বরে হামলার এ ঘটনা ঘটে। পরে দলিল লেখকদের ওপর হামলার প্রতিবাদে দলিল লেখকরা দলিল লেখার কাজ বন্ধ করে কলম বিরতি পালন করেন। ফলে জমি ক্রেতা বিক্রেতাগন পড়েন বিপাকে।

দৌলতপুর সাব-রেজিষ্ট্রার অফিসের দলিল লেখক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আরোজ আলী জানান, উপজেলা বাজারের চাঁদাবাজ আলমগীর, জুয়েল ও শামীমসহ ১০-১২ দূবৃর্ত্ত দলিল লেখকদের কাছে অন্যান্য দিনের মত চাঁদা দাবি করে। দলিল লেখকরা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে দূবৃর্ত্তরা দলিল লেখকদের ওপর হামলা চালায়।

এসময় দূবৃর্ত্তরা দলিল লেখকদের টেবিল-চেয়ার ভাংচুরসহ দলিল ছিড়ে তছনছ করে। দূবৃর্ত্তদের হামলায় প্রবীণ দলিল লেখক আজগর আলী (৬৫) ও আরোজ আলী (৫২) লাঞ্ছিতসহ আহত হ’ন। দূবৃর্ত্তদের হামলার প্রতিবাদে দলিল লেখকরা দলিল লেখার কাজ বন্ধ করে কলম বিরতি পালন করেন। ফলে জমি রেজিষ্ট্রি করতে আসা ক্রেতা-বিক্রেতাগণ পড়েন বিপাকে। তারা জমি রেজিষ্ট্রির কাজ না করে বাড়ি ফিরে যান। এরফলে সরকারও রাজস্ব আয় থেকে বঞ্চিত হয়।

এ বিষয়ে দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার বলেন, এমন ঘটনার খবর শুনেছি। পরে নাকি উভয়পক্ষ বসে বিষয়টি মিমামংসা করে নিয়েছেন।

(কেকে/এসপি/ডিসেম্বর ০৯, ২০১৮)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test