E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কলাপাড়ায় প্রাথমিকে নতুন বই পাবে ৩৩ সহস্রাধিক শিক্ষার্থী

২০১৮ ডিসেম্বর ১০ ১৫:২৬:২১
কলাপাড়ায় প্রাথমিকে নতুন বই পাবে ৩৩ সহস্রাধিক শিক্ষার্থী

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : নতুন শিক্ষাবর্ষের বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে পটুয়াখালীর কলাপাড়ায় প্রাথমিক বিদ্যালয়ের পাঠ্যবই আসতে শুরু করেছে। ২০১৯ শিক্ষাবর্ষে কলাপাড়ায় প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ৩৩ হাজার ৫০৫ সেট বইয়ের চাহিদাপত্র মন্ত্রনালয়ে পাঠানো হয়েছে।

কলাপাড়া প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, ইতিমধ্যে প্রথম শ্রেণির ৬ হাজার ৮৭০ সেট, দ্বিতীয় শ্রেণির ৬ হাজার ৮১৫ সেট, তৃতীয় শ্রেণির ৬ হাজার ৯৪৫ সেট, চতুর্থ শ্রেণির ৬ হাজার ৯০০ সেট বই এসে পৌছেছে। পঞ্চম শ্রেণির ৫ হাজার ৯৪৫ সেট বই ও প্রাক প্রাথমিকের কোন বই এসে পৌছেনি। ডিসেম্বর মাস শেষ হওয়ার আগেই এই দুই শ্রেণির বই এসে পৌছাবে বলে শিক্ষাঅফিস সূত্র জানায়।

কলাপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জালাল আহমেদ জানান, প্রতি বছরের মতো এবারও বই উৎসবেই সব শিক্ষার্থীরাই পাঠ্যবই পাবে বলে আশা করছেন।

(এমকেআর/এসপি/ডিসেম্বর ১০, ২০১৮)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test